কার্তিককে দেখে বেসামাল, হঠাৎ ভয়ানক অঘটন, চমকে গেলেন অভিনেতা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jan 29, 2024 | 4:39 PM

Kartik Viral Video: একমাত্র দর্শকেরাই পারে প্রমাণ করতে কার দৌড় কত দূর। কার্তিক আরিয়ান ফিল্ম ফেয়ারের মঞ্চে পা রাখতেই যা ঘটল রেড কার্পেটে তা দেখলে অনেকেই ভাববেন হয়তো শাহরুখ খান এসেছেন। দুই ধারে ভক্তদের ভিড়। সকেই সেলেবদের দেখার জন্য মুখিয়ে রয়েছেন। এবার অন্য ছবি ধরা পড়ল নেটদুনিয়ায়।

কার্তিককে দেখে বেসামাল, হঠাৎ ভয়ানক অঘটন, চমকে গেলেন অভিনেতা

Follow Us

বেশ কিছুদিন ধরে কার্তিক আরিয়ান চর্চার কেন্দ্রে। কার্তিক আরিয়ান, বলিউডের বর্তমানে অন্যতম ব্যস্ত অভিনেতা। প্রেয়ার কা পঞ্চ নামা ছবি থেকে যাঁর উত্থান শুরু। তারপর আর ফিরে তাকাতে হয়নি। শেষ মুক্তি পাওয়া ছবি সত্য প্রেম কি কথা, বক্স অফিসে সেভাবে প্রভাব না ফেললেও কার্তিকের পারফর্ম বেশ প্রশংসিত। বর্তমানে কার্তিকের সঙ্গে কাজ করতে চাইছেন বলিউডের একগুচ্ছ পরিচালক। অভিমানের পারদ গলেছে করণ জোহারেরও। মহিলা মহিলে দিন দিন বাড়ছে তাঁর চাহিদা। প্রথম সারিতে থাকা তারকাদের যেন হার মানাতে পারেন এক কথায়। কার্তিক আরিয়ানের জনপ্রিয়তা এই হারেউই যে তুঙ্গে উঠতে চলেছে। এবার যে ছবি সামনে এল তা দেখে এক কথায় অবাক অনেকেই।

একমাত্র দর্শকেরাই পারে প্রমাণ করতে কার দৌড় কত দূর। কার্তিক আরিয়ান ফিল্ম ফেয়ারের মঞ্চে পা রাখতেই যা ঘটল রেড কার্পেটে তা দেখলে অনেকেই ভাববেন হয়তো শাহরুখ খান এসেছেন। দুই ধারে ভক্তদের ভিড়। সকেই সেলেবদের দেখার জন্য মুখিয়ে রয়েছেন। এবার অন্য ছবি ধরা পড়ল নেটদুনিয়ায়। কার্তিক রেডকার্পেটে পা রাখতেই ঘটল অঘটন। তাঁকে কাছ থেকে দেখার ইচ্ছে প্রকাশ করে শুরু হয়ে গেল ঠেলাঠেলি। ব্যরিকেট ভেঙে এগিয়ে এলেন ভক্তরা। যদিও পরিস্থিতি পলকে সামলে নেয় ভারপ্রাপ্ত পুলিশ। ৬৯ তম ফিল্মফেয়ার থেকে সেই ছবিই এখন চর্চায়।

বর্তমানে বলিউড সূত্রে খবর এবার নয়া জুটিতে দেখা যাবে কার্তিককে। শ্রদ্ধা কাপুরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। ঝড়ের গতিতে ভাইরাল এই জুটির খবর। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এই খবর। শ্রদ্ধা কাপুর নিজেই নিশ্চিত করেছেন এই প্রজেক্টের খবর। কার্তিক আরিয়ানের পাইপ লাইনে এখন একগুচ্ছ ছবি। একাধিক ছবির সিক্যুয়েলও তাঁরই ঝুলিতে। বলিউডে একচা সময় কোণঠাসা হয়ে পড়া অভিনেতা এখন বলিউডের অন্যতম চর্চিত স্টার। করণ জোহর থেকে শুরু করে অনেকেই একটা সময় জানিয়ে দিয়েছিলেন তাঁর সঙ্গে কাজ করবেন না। তবে কার্তিক সময়ের অপেক্ষা করেছিলেন। হাল ফেরালো তাঁর ভুল ভুলাইয়া ২ ছবি। তারপর থেকেই ঘোরে ভাগ্যের চাকা।

Next Article