৪ অগাস্ট দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখার জন্য অনুরাগীরা উত্তেজিত
১৪ অগাস্ট আসছে 'ধূমকেতু'। এই ছবিতে জুটি বেঁধেছেন দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবিটা তৈরির হয়েছিল বছর দশ আগে। তারও আগে দেব-শুভশ্রী প্রেমিক-প্রেমিকা ছিলেন। তাঁদের বিচ্ছেদ হয়। তাই 'ধূমকেতু'-র শুটিংয়ের পর আট-ন' বছর কথা বলেননি দেব-শুভশ্রী। অনুরাগীরা তাঁদের একসঙ্গে দেখার জন্য উদগ্রীব। ৪ অগাস্ট নজরুল মঞ্চে হবে বিশেষ ইভেন্ট। সেখানে নায়ক-নায়িকাকে একসঙ্গে মঞ্চে দেখা যাবে।

১৪ অগাস্ট আসছে ‘ধূমকেতু’। এই ছবিতে জুটি বেঁধেছেন দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবিটা তৈরির হয়েছিল বছর দশ আগে। তারও আগে দেব-শুভশ্রী প্রেমিক-প্রেমিকা ছিলেন। তাঁদের বিচ্ছেদ হয়। তাই ‘ধূমকেতু’-র শুটিংয়ের পর আট-ন’ বছর কথা বলেননি দেব-শুভশ্রী। অনুরাগীরা তাঁদের একসঙ্গে দেখার জন্য উদগ্রীব। ৪ অগাস্ট নজরুল মঞ্চে হবে বিশেষ ইভেন্ট। সেখানে নায়ক-নায়িকাকে একসঙ্গে মঞ্চে দেখা যাবে। এই ইভেন্টের জন্য টিকিট সংগ্রহ করতে বুকিং খোলা হয়েছিল।
যখনই বুকিং খোলা হচ্ছে, মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে টিকিট। যদিও বিনামূল্যে দেওয়া হচ্ছে এই পাস। তবে অনেক অনুরাগী আফসোস করছেন টিকিট না পেয়ে। অনেকে আবার কিছু অনুরাগীকে বোকা বানাতে শুরু করেছেন। পাস ব্ল্যাক হচ্ছে, তেমন খবরও ছড়িয়ে পড়েছে। যে কারণে ছবির কলাকুশলীরা সতর্ক করেছেন অনুরাগীদের। তাঁরা জানিয়েছেন, আবার পাস দেওয়ার জন্য বুকিং খোলা হবে।
যদি এই ছবি হিট হয়, তা হলে ভবিষ্যতে কি দেব-শুভশ্রীকে আবার দেখা যাবে একসঙ্গে? TV9 বাংলার প্রশ্নের উত্তরে দেব বলেন, ”দশ বছর ধরে কথাই হয়নি। ‘ধূমকেতু’ শেষ হওয়ার পর হয়তো কিছুদিন কথা হয়েছে। তারপর আমরা মুখই দেখিনি বহু বছর। তোমাদের অনুষ্ঠানে (ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড) ওই একটাই মুহূর্ত যখন আমরা হাত মিলিয়েছিলাম কত বছর। না দেখা হয়, না কথা হয়, না আলোচনা হয় কিছু নিয়ে। জানি না। আই ডোন্ট নো…”। শুভশ্রী অবশ্য বলেছেন, আগামী দিনে এই জুটির ছবি হতেই পারে। নায়ক-নায়িকাকে একসঙ্গে এক ঝলক দেখার পর অনুরাগীরা কী করবেন, এখন সেটাই জানার অপেক্ষা।
