কন্যাদান করতে ব্যস্ত শাহরুখ, ভিডিয়ো ভাইরাল হতেই মুখ খুললেন ফারহা
শাহরুখ ও ফারহার বন্ধুত্বের শুরু ১৯৯০-এর দশক থেকে, 'কভি হাঁ কভি না' ও 'দিওয়ানা' ছবির সময় থেকে। এরপর শাহরুখ অভিনয় করেছেন ফারহা পরিচালিত তিনটি ছবিতে— ম্যায় হুঁ না, ওম শান্তি ওম, এবং হ্যাপি নিউ ইয়ার-এ। ফারহা ও শিরীষ ২০০৪ সালে বিয়ে করেন।

শাহরুখ খান, বলিউড বাদশা। ভরা সংসার তাঁর। একদিকে গোটা দুনিয়া, অন্যদিকে তাঁর কাছে সবচেয়ে দামি আমানত মন্নত। তিন সন্তান ও গৌরীকে নিয়ে কাটছে তাঁর দিন। পরিবারকে সর্বদাই এগিয়ে রাখতে পছন্দ করেন তিনি। দেখতে দেখতে মেয়েও বড় হয়ে গেল। শাহরুখের হাতে কন্যাদান প্রসঙ্গ উঠলেই যেন চোখের সামনে ভাসে সুহানা খানের বিয়ে। কিন্তু এক্ষেত্রে কথা হচ্ছে দুই দশক আগের এক ঘটনা নিয়ে।
২০০৪ সালে পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান বিয়ে করেছিলেন এডিটর-পরিচালক শিরীষ কুন্দরকে। সেই সময় তাঁর কন্যাদান করেছিলেন স্বয়ং শাহরুখ খান। সম্প্রতি ইনস্টাগ্রাম থেকে ফারাহর বিয়ের একটি পুরনো ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে শাহরুখকে সেই বিশেষ মুহূর্তে অংশ নিতে।
ভিডিয়োটি শেয়ার করে একটি পেজ থেকে লেখা হয়, “যখন বন্ধুত্ব হয়ে যায় পরিবারের মতো— শাহরুখ খান করলেন ফারহা খানের কন্যাদান।” ভিডিয়োতে দেখা যায়, পণ্ডিত মন্ত্র উচ্চারণ করে শাহরুখকে গাইড করছেন, এরপর তিনি ফারাহকে জড়িয়ে ধরেন ও গালে চুম্বন করেন।
ভিডিয়োটি দেখে ফারহা খান নিজেও অবাক হয়ে মন্তব্য করেন, “ও মাই গড! তোমরা এটা কোথা থেকে পেলে?” মন্তব্যের নিচে অনুরাগীরা উত্তর করেন, এই ক্লিপটি আসলে সিমি গারেওয়ালের এক সাক্ষাৎকারের অংশ। কেউ লেখেন, “এই মুহূর্তটা সত্যিই অপূর্ব।” অপরজন বলেন, “শাহরুখ খান স্যার আর গৌরী ম্যাম ফারহা ম্যামের পরিবারের মতোই। সবসময় একে অপরের পাশে থাকেন।”
শাহরুখ ও ফারহার বন্ধুত্বের শুরু ১৯৯০-এর দশক থেকে, ‘কভি হাঁ কভি না’ ও ‘দিওয়ানা’ ছবির সময় থেকে। এরপর শাহরুখ অভিনয় করেছেন ফারহা পরিচালিত তিনটি ছবিতে— ম্যায় হুঁ না, ওম শান্তি ওম, এবং হ্যাপি নিউ ইয়ার-এ। ফারহা ও শিরীষ ২০০৪ সালে বিয়ে করেন, আর তাঁদের তিন সন্তান—ছেলে জার ও দুই মেয়ে দিবা ও আনিয়া—জন্ম নেয় ২০০৮ সালে।
