ফারহান আখতার অভিনীত ‘তুফান’-এর ট্রেলার রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং করছে। ‘তুফান’ ক্রীড়াকেন্দ্রিক ছবি। ফারহান আখতার এই ছবিতে একজন বক্সারের ভূমিকায় অভিনয় করছেন। পরিচালনায় রাকেশ ওমপ্রকাশ মেহরা। এই ছবির টিজার মুক্তির পরেই গোটা বলিউড সোশ্যল মিডিয়ায় শুভেচ্ছা জানাতে শুরু করে। শাহরুখ খান থেকে হৃত্বিক রোশন সকলেই টিজার দেখে অভিভূত। সোশ্যাল মিডিয়ায় ‘তুফান’ টিমকে অভিনন্দন জানিয়েছেন।
এই ছবিতে নিজেকে নিংড়ে দিয়েছেন ফারহান আখতার। একজন দক্ষ বক্সার হয়ে উঠতে যা যা ট্রেনিংয়ের প্রয়োজন নিক্তি মেপে সব করেছেন ফারহান। এতটুকু খামতি রাখেননি। ২০১৯-এর মার্চ মাস থেকে শুরু হয়ে গিয়েছিল প্রস্তুতি। বক্সিং কোচ ড্রিউ নীলের কাছে দিনের পর দিন ট্রেনিং নিয়েছেন তিনি। প্রস্তুতির এক ঝলক ভিডিয়ো ফারহান আখতার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, “থ্রোব্যাক মার্চ ২০১৯, ট্রেনিংয়ের প্রথম দিনগুলোয় আমার কোচ বারবার আমার ভুলগুলো ধরিয়ে দিত। আমার কাঁধের পজ়িশন ঠিক ছিল না, স্টেপিংয়ে ভুল ছিল। আমি ভুলগুলো শুধরানোর জন্য শুটিংয়ের মাঝেও প্র্যাক্টিস করতাম। একফোঁটা বসতাম না।” এই পোস্টের পর ভেসে যায় কমেন্ট-বক্স। একজন লিখেছেন, “একজন স্পোর্টসম্যানের চরিত্রে আপনি সব সময় সফল। নিজের ১০০ শতাংশ আপনি দিয়ে দেন।আরেকজন লিখেছেন, “আপনার চেষ্টা অনেক অভিনেতাদের অনুপ্রেরণা জোগাবে।”
পরিচালক রাকেশ ওমপ্রকাশের সঙ্গে ফারহান আখতারের এটি দ্বিতীয় কাজ। এর আগে দু’জনে ‘ভাগ মিলখা ভাগ’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন। ক্রীড়াকেন্দ্রিক ছবিতে দু’জনের জুটি হিট।ফারহান ছাড়াও ছবিতে আছেন ম্রুনাল ঠাকুর এবং পরেশ রাওয়াল। সবকিছু ঠিকঠাক থাকলে ২১ মে থেকে অ্যামাজন প্রাইমে স্ট্রিমিং করবে ‘তুফান’।