Vicky-Sara: ভিকি কৌশলের জন্মদিনে সহ-অভিনেত্রী সারার অদেখা ছবি দিয়ে শুভেচ্ছা

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

May 16, 2022 | 2:22 PM

Birthday wish-Vicky-Sara: সারা আলি খান সবসময় সোশ্যাল মিডিয়াতে থাকেন সক্রিয়। জীবনের বিশেষ মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করতে সময় নেন না তিনি।

Vicky-Sara: ভিকি কৌশলের জন্মদিনে সহ-অভিনেত্রী সারার অদেখা ছবি দিয়ে শুভেচ্ছা
ভিকি-সারা

Follow Us

আজ জন্মদিন ভিকি কৌশলের (Vicky Kaushal)। উড়ি অভিনেতার এই বিশেষ দিনে তাঁর পরিবারের পাশাপাশি সহ-অভিনেতারা জানাচ্ছেন শুভেচ্ছা। অন্যদিকে সারা আলি খান (Sara Ali Khan) সবসময় সোশ্যাল মিডিয়াতে থাকেন সক্রিয়। জীবনের বিশেষ মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করতে সময় নেন না তিনি।  তাঁর ছবির নায়কের জন্মদিন, কী করে কিছু না বলে থাকেন সারা… স্বভাবতই থাকলেনও না। লক্ষ্ণণ উতেকরের নাম ঠিক না হওয়া ছবিতে প্রথমবার স্ক্রিন ভাগ করছেন সারা-ভিকি। নির্মাতাদের তরফ থেকে এখনও ছবির কোনও কিছু প্রকাশ্য আনা হয়নি। তবে সারা কিছু ছবি দিয়েছেন ভিকির সঙ্গে। সেই ছবিতে দু’জনকে দেখা যাচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে পোজ দিতে।

ছবিতে দেখা যাচ্ছে দু’জনে বোট রাইডিং উপভোগ করছেন, অন্য আর একটি ছবিতে তাঁরা মন্দিরের বাইরে বসে আছেন। ল্যাভন্ডার রঙের ট্র্যাডিশনাল পোশাক পরে রয়েছেন সারা আর ভিকির পরনে কালো রঙের পোশাক সঙ্গে ধুসর রঙের জ্যাকেট, মাথায় টুপি। ছবির সঙ্গে রয়েছে জন্মদিনের শুভেচ্ছার ক্যাপশন, “শুভ জন্মদিন বিকি ওয়ে!! @vickykaushal09 তুমি খুব সেরা। তোমার জীবনে সমস্ত সুখ, শান্তি, তৃপ্তি এবং সাফল্য প্রাপ্য। যা ইনশাআল্লাহ তোমার চলার পথে আসতে চলেছে। সবসময় উজ্জ্বল থেকো, জয় ভোলেনাথ”।

সারা-ভিকি লক্ষণের ছবি ছাড়াও আদিত্য ধরের ছবির ‘দ্য ইমর্মটাল অশ্বথামা’ ছবিতে একসঙ্গে কাজ করছেন। এছাড়াও সারা বিক্রান্ত মেসির সঙ্গে ‘গ্যাসলাইট’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন।

 

 

 

 

Next Article