AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আমির নয়, ‘তারে জমিন পর’-এর দর্শিলের পাশে সলমন, কী হলো?

লক্ষণীয় গেমিংয়ের দুনিয়া এখন চর্চার কেন্দ্রে। অনেকে এই দুনিয়ার সঙ্গে যুক্ত কোনও পেশা বেছে নিতে চাইছেন। এর ভালো আর খারাপ দুই দিক আছে। কারও কাছে গেমিং নেশা, হতাশার কারণ। আবার কেউ গেমিংকে হাতিয়ার করে দারুণ জীবন কাটাচ্ছেন। মুম্বইয়ের গেমিংয়ের দুনিয়ার পা রাখা একটা ছেলের জীবনে কী-কী ওঠাপড়া হয়, সেটাই দেখানো হবে এই ওয়েব সিরিজে।

আমির নয়, 'তারে জমিন পর'-এর দর্শিলের পাশে সলমন, কী হলো?
| Edited By: | Updated on: Jul 05, 2025 | 9:10 AM
Share

‘তারে জমিন পর’ ছবির দর্শিল সাফারির কথা কার না মনে পড়ে! আমির খানের পাশে ছোট্ট দর্শিল নজর কেড়ে নিয়েছিল। এবার তাঁকে দেখা গেল সলমন খানের আশীর্বাদ পেতে। দর্শিল সাফারিকে নতুন ওয়েব সিরিজ ‘গেমারলোগ’-এ দেখা যাচ্ছে। সলমন খান এই ওয়েব সিরিজের প্রথম ঝলক সামনে আনলেন।

এই কমেডি ড্রামার প্রযোজক অভিনয় দেও, নীতা শাহ, ভরতকুমার শাহ আর যুগ দেও। পরিচালনার দায়িত্বে রয়েছেন আর্য দেও। অ্যামাজন এমএক্স প্লেয়ারে এই ওয়েব সিরিজ দেখা যাচ্ছে ১২ জুন থেকে। দর্শকদের গেমিংয়ের দুনিয়ায় নিয়ে যায় ওয়েব সিরিজটা। দর্শিল খোলসা করলেন, ”গেমিংয়ের এই দুনিয়াটার সঙ্গে খুব সহজেই আমি একাত্ম হয়ে যেতে পারি। গেমিং এই ওয়েব সিরিজের প্রেক্ষাপট হলেও, এই দুনিয়ার সঙ্গে যুক্ত নতুন প্রজন্মের আবেগ-অনুভূতি খুব সুন্দরভাবে ধরা পড়েছে এই কাজে। বেশ মজার এই ওয়েব সিরিজ। শুধু গেমিংয়ের দুনিয়ায় যাঁরা আছেন, তাঁরাই দেখতে পারবেন এমন নয়। বরং পরিবারের সকলে মিলেই দেখা যাবে।”

লক্ষণীয় গেমিংয়ের দুনিয়া এখন চর্চার কেন্দ্রে। অনেকে এই দুনিয়ার সঙ্গে যুক্ত কোনও পেশা বেছে নিতে চাইছেন। এর ভালো আর খারাপ দুই দিক আছে। কারও কাছে গেমিং নেশা, হতাশার কারণ। আবার কেউ গেমিংকে হাতিয়ার করে দারুণ জীবন কাটাচ্ছেন। মুম্বইয়ের গেমিংয়ের দুনিয়ার পা রাখা একটা ছেলের জীবনে কী-কী ওঠাপড়া হয়, সেটাই দেখানো হচ্ছে এই ওয়েব সিরিজে। অভিনয় দেও পরিচালক হিসাবে অত্যন্ত নামী। তাই তাঁর তত্ত্বাবধানে গড়ে ওঠা এই কাজ দর্শকের মন ছুঁতে পারে কিনা, সেটাই দেখার অপেক্ষা।