AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

১২ জুলাই শহরে গার্ডেন ভরেলি নিবেদিত ‘মাই নেম ইজ জান’, টিকিটের চাহিদা তুঙ্গে

কলকাতায় এর আগে যখন নাটকটি হয়েছে, এমন দর্শকরা এসেছেন, যাঁরা আগে একবার দেখে নিয়েছেন। কেউ-কেউ এসেছিলেন শহরের বাইরে থেকে। জুলাই মাসে অনেকে প্রথমবার এই নাটক দেখার জন্য টিকিট সংগ্রহ করতে চাইছেন এখন থেকেই। তাই শহরে এই নাটক দেখার জন্য টিকিটের চাহিদা তুঙ্গে।

১২ জুলাই শহরে গার্ডেন ভরেলি নিবেদিত 'মাই নেম ইজ জান', টিকিটের চাহিদা তুঙ্গে
| Edited By: | Updated on: Jun 19, 2025 | 3:20 PM
Share

কলকাতা শহর অপেক্ষা করে থাকে অর্পিতা চট্টোপাধ্যায়কে গওহরজান রূপে দেখার জন্য। ১২ জুলাই আবার শহরে দেখা যাবে ‘গার্ডেন ভরেলি নিবেদিত মাই নেম ইজ জান’। জি ডি বিড়লা সভাঘরে সন্ধে সাড়ে ছ’ টায় হবে এই শো। তার আগে ৫ জুলাই দিল্লির শ্রী রাম সেন্টার ফর পারফর্মিং আর্টসে সন্ধে সাড়ে ছ’ টায় হবে ‘গার্ডেন ভরেলি মাই নেম ইজ জান’, নিবেদনে অ্যাক্সিস ব্যাঙ্ক।

এই নাটকের উপস্থাপনা অন্যান্য নাটকের থেকে অনেকাংশেই ভিন্ন। ‘মাই নেম ইজ জান’ গোটা বিশ্বের দরবারে দর্শকদের মন জয় করছে। নাচ, গান, অভিনয়, সূত্রধরের কাজ, সবটাই একা হাতে যেভাবে সামলাচ্ছেন অর্পিতা, তা সত্যি প্রশংসার দাবি রাখে। দর্শক আসনে প্রায় ২ ঘন্টা সকলকে বসিয়ে রাখার ক্ষমতা রাখে টিম অর্পিতা। নাটকের মিউজিক্যাল যে জার্নি, তাও থিয়েটার দর্শকদের স্বাদ বদল করে চলেছে। যাঁরা দেখেছেন, তাঁরা আরও এবার দেখার অপেক্ষায়। যাঁরা দেখেননি, তাঁরা একাধিকবার ‘মাই নেম ইজ জান’ দেখার অনুরোধ রেখেছিলেন। ‘মাই নেম ইজ জান’ নাটকটি লিখেছেন অবন্তী চক্রবর্তী এবং টিভিনাইন নেটওয়ার্কের এম ডি ও সিইও বরুণ দাস। অবন্তী চক্রবর্তীর পরিচালনা। নাটকটির নৃত্য পরিচালনার দায়িত্বে রয়েছেন রক্তিম গোস্বামী। নাটকের সঙ্গীত নির্দেশক জয় সরকার।

কলকাতায় এর আগে যখন নাটকটি হয়েছে, এমন দর্শকরা এসেছেন, যাঁরা আগে একবার দেখে নিয়েছেন। কেউ-কেউ এসেছিলেন শহরের বাইরে থেকে। জুলাই মাসে অনেকে প্রথমবার এই নাটক দেখার জন্য টিকিট সংগ্রহ করতে চাইছেন এখন থেকেই। তাই শহরে এই নাটক দেখার জন্য টিকিটের চাহিদা তুঙ্গে।