কোভিডের বাড়বাড়ন্তে কার্ফু জারি করে সিনেমা-সিরিয়ালের শুটিং সাময়িক ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল মহারাষ্ট্র সরকার। এ বার একই পথে হাঁটল গোয়াও। করোনা অতিমারিতে ওই রাজ্যে যাবতীয় শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিল গোয়া সরকার। সংবাদ সংস্থা পিটিআইকে বৃহস্পতিবার এ কথাই জানিয়েছেন ইএসজি’র (Entertainment Society of Goa ) ভাইস চেয়ারম্যান সুভাষ ফল দেশাই।
শুধু তাই নয়, মুম্বইয়ে শুটিং বন্ধ হতেই যে সমস্ত ধারাবাহিক শুট চালিয়ে নিয়ে যাওয়ার জন্য মুম্বই থেকে সাময়িক ভাবে পাততাড়ি গুটিয়ে গোয়ায় শুট চালাচ্ছিল তাদেরকেও শুট বন্ধ রাখার কথা বলা হয়েছে। যদি এর অন্যথা হয় তবে সে ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন দেশাই।
আরও পড়ুন-‘কতদিন পর ফ্লোরে এসছি…সুদীপার জন্যই সম্ভব হল, ভীষণ আনন্দ হচ্ছে’, ‘কামব্যাক’ শঙ্কর ঘোষালের
প্রসঙ্গত বুধবার গোয়ায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৪৯৬ জন। মারা গিয়েছেন ৭১ জন। এমতাবস্থায় শুটিং চালানোর ঘোরতর বিরোধী ইএসজি। গোয়া শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেও বাংলা সে পথে হাঁটেনি। টলিউডে ফেডারেশন, আর্টিস্ট ফোরাম সহ একাধিক সংগঠনগুলি জানিয়েছেন কেন্দ্র বা রাজ্যের তরফে কোনও নির্দেশ না আসা পর্যন্ত চলবে শুটিং। তবে একই সঙ্গে করোনা রুখতে প্রত্যেক টেকনিশিয়ান এবং শিল্পীকে মানতে হবে করোনা বিধি। এর মধে মাস্ক পরা, ঘন ঘন হাত ধোয়া তো রয়েছেই, তা ছাড়াও তাপমাত্রা মাপা থেকে শুরু করে ফ্লোর, জামাকাপড় স্যানিটাইজেশনসহ নানা বিধিনিষেধ মেনে চলার কথা জানানো হয়েছে টলি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত সংগঠনগুলির পক্ষ থেকে।