নবদম্পতি সুগন্ধা এবং সঙ্কেতের বিরুদ্ধে মামলা দায়ের আদালতে

May 06, 2021 | 10:55 PM

পঞ্জাবে বিয়ে সেরেছিলেন সুগন্ধা-সঙ্কেত। এক রিসর্ট ভাড়া নেওয়া হয়েছিল তাঁদের বিয়ের জন্য।

নবদম্পতি সুগন্ধা এবং সঙ্কেতের বিরুদ্ধে মামলা দায়ের আদালতে
আইনি ঝামেলায় জড়ালেন নবদম্পতি সুগন্ধা মিশ্র এবং সঙ্কেত ভোঁশলে।

Follow Us

বিয়ের পার হয়েছে মাত্র এক সপ্তাহ। এরই মধ্যে আইনি ঝামেলায় জড়ালেন নবদম্পতি সুগন্ধা মিশ্র এবং সঙ্কেত ভোঁশলে। কোভিড বিধি ভঙ্গ করার অভিযোগে আদালতে মামলা রুজু হল নবদম্পতির নামে।

পঞ্জাবে বিয়ে সেরেছিলেন সুগন্ধা-সঙ্কেত। এক রিসর্ট ভাড়া নেওয়া হয়েছিল তাঁদের বিয়ের জন্য। ফাগওয়ারার সাব ইনস্পেক্টর সর্বজিৎ সিং বাহিয়া এ দিন সংবাদমাধ্যমকে জানান, এক ভিডিয়ো ক্লিপের ভিত্তিতেই তাঁদের নামে মামলা দায়ের করা হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, অনুষ্ঠানে আমন্ত্রিতর সংখ্যা বেশ ভালই। পঞ্জাব সরকারের কোভিড সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী বিয়ে বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানে একসঙ্গে ১০ জনের বেশি উপস্থিত হতে পারবে না। পঞ্জাব পুলিশের দাবি, সেই সংখ্যা লঙ্ঘিত হয়েছে ওই সেলেব কাপলের বিয়েতে।


আর সে কারণেই বিপর্যয় মোকাবিলা আইনের আওতায় ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী, সরকারি নির্দেশিকা অমান্য করার অভিযোগে তাঁদের উপর মামলা দায়ের হয়েছে। যদিও সুগন্ধা বা সঙ্কেত এ নিয়ে সংবাদমাধ্যমে এখনও পর্যন্ত মুখ খোলেননি।

সুগন্ধার উত্থান ছোট পর্দা থেকে। এক গানের রিয়ালিটি শো-তে প্রতিযোগী হিসেবে গিয়েছিলেন তিনি। সেখানে যদিও জয়ী হননি। কিন্তু তাঁর অভিনয়ের ক্ষমতা নজরে এসেছিল নির্মাতাদের। শো শেষ হয়ে গেলেও হারিয়ে যাননি সুগন্ধা। গানের পাশাপাশি অভিনয়ও চলতে থাকে পুরদমে।  অন্যদিকে সঙ্কেত কমেডিয়ান হওয়ার পাশাপাশি একজন ডাক্তারও। সঞ্জয় দত্ত এবং সলমন খানের মিমিক্রিতে তাঁর জুড়ি মেলা ভার। স্বামী-স্ত্রী দু’জনেই গুণী। কিন্তু আইনের গুঁতোয় পার পেলেন না ওঁরা।

Next Article