আংটির পরিবর্তে রবার ব্যান্ড দিয়েই বিয়ে সারলেন এই তারকা জুটি ! বিয়েতে উপস্থিত মাত্র ৩

May 06, 2021 | 11:53 PM

তিনি আরও জানান, আপাতত পরিবারের সকলের সঙ্গে জুমেই সাক্ষাৎ সারছেন নব দম্পতি। আগামী মাসগুলিতেও বড়সড় ভাবে বিয়ে পালন কার্যত অসম্ভব এই ভাবনাতেই কোর্ট ম্যারেজ করতে বাধ্য হলেন তাঁরা।

আংটির পরিবর্তে রবার ব্যান্ড দিয়েই বিয়ে সারলেন এই তারকা জুটি ! বিয়েতে উপস্থিত মাত্র ৩
বিরাফ প্যাটেল এবং সালোনি খান্না।

Follow Us

২০ ফেব্রুয়ারি  বাগদান সেরে ফেলেছিলেন অভিনেতা বিরাফ প্যাটেল এবং সালোনি খান্না। কথা ছিল শীঘ্রই পরিবারের সবাইকে নিয়ে বিয়ে সারারও। কিন্তু করোনা এসে ভেস্তে দেয় সমস্ত পরিকল্পনা। ভেস্তে গেল গ্র্যান্ড ওয়েডিং। বিয়ে হল, তবে পাত্র-পাত্রী ছাড়া মাত্র ৩ জনের উপস্থিতিতে। ঘটা করে নয়, আইনি মোটেই বিয়ে সারলেন ওঁরা। মুম্বইয়ের বান্দ্রাতে বসল বিয়ের আসর।

তবে মজার ব্যাপার হল, বিয়েতে আংটিবদল নয় হবু স্ত্রীকে উপহার স্বরূপ রাবার ব্যান্ড দিয়েছেন বিরাফ। এক সংবাদমাধ্যমের তরফে এর পিছনে কারণ জানতে চাওয়া হলে বিরাফ জানান, “কী করব বলুন তো, সব কিছু বন্ধ। আমি খুশি যে সালোনি আমায় মেরে ফেলে নি।”

আরও পড়ুন-‘কতদিন পর ফ্লোরে এসছি…সুদীপার জন্যই সম্ভব হল, ভীষণ আনন্দ হচ্ছে’, ‘কামব্যাক’ শঙ্কর ঘোষালের

তিনি আরও জানান, আপাতত পরিবারের সকলের সঙ্গে জুমেই সাক্ষাৎ সারছেন নব দম্পতি। আগামী মাসগুলিতেও বড়সড় ভাবে বিয়ে পালন কার্যত অসম্ভব এই ভাবনাতেই কোর্ট ম্যারেজ করতে বাধ্য হলেন তাঁরা। হাজির ছিলেন তাঁদের তিনজন পরিচিত। যদিও আইনি বিয়ে করলেও তাঁদের পোশাকে ছিল রংমিলান্তি। যতই হোক ছিমছাম। বিয়ে বলে কথা!
বিরাফকে শেষ কাজ করতে দেখা গিয়েছে ‘কোই জানে না’তে। অন্যদিকে সালোনি শেষ কাজ করেছেন ‘দ্য রাইকর কেস’-এ।

Next Article