শুরু হল অমিতাভ বচ্চন অভিনীত ‘গুড বাই’-এর শুটিং

রণজিৎ দে |

Apr 02, 2021 | 1:56 PM

গতকাল (১ এপ্রিল) ছবির মহরত হয়েছে। আজ থেকে ছবির শুটিং শুরু। তবে অমিতাভ বচ্চন শুটিং শুরু করবেন ৪ এপ্রিল থেকে।

শুরু হল অমিতাভ বচ্চন অভিনীত ‘গুড বাই’-এর শুটিং
রশ্মিকা-বিগ বি

Follow Us

বৃহস্পতিবারই অমিতাভ বচ্চন কোভিডের ভ্যাকসিন নিয়েছেন। নিজেই টুইটে সে কথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে টুইটে তিনি লেখেন, “অবশেষে হয়েছে। আজ বিকেলে করোনার টিকা নিয়েছি”। বিগ-বি আরও জানান, আপাতত তাঁর দেহে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় নি। এবার তিনি নিশ্চিন্তে তাঁর নতুন ছবি ‘গুড বাই’-এর শুটিং ফ্লোরে যাবেন। যদিও ‘গুড বাই’-এর শুটিং আজ (২ এপ্রিল) থেকেই শুরু হয়ে গিয়েছে। ছবির অন্যতম প্রযোজক একতা কাপুর সোশ্যাল মিডিয়ায় ক্ল্যাপস্টিকের ছবিও পোস্ট করেছেন। বোঝাই যাচ্ছে জোরকদমে শুরু হয়েছে শুটিং।

‘গুড বাই’ পরিচালনা করছেন বিকাশ বহেল। ছবির মুখ্য চরিত্রে অমিতাভ বচ্চন এবং দক্ষিণের ‘সেনসেশন’ রশ্মিকা মন্দনা। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন গতকাল (১ এপ্রিল) ছবির মহরত হয়েছে। আজ থেকে ছবির শুটিং শুরু। তবে অমিতাভ বচ্চন শুটিং শুরু করবেন ৪ এপ্রিল থেকে। গত ২৩ মার্চ থেকেই ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিগ বি-র চোখে অস্ত্রপোচারের জন্য শুটিং পিছিয়ে যায়।

‘গুড বাই’ মূলত ফ্যামিলি ড্রামা। একতা কাপুর জানিয়েছেন এই ছবি দেখে অনেক পরিবারই নিজেদের পরিবারের গল্প খুঁজে পাবেন। ছবির বেশির ভাগ অংশের শুট হবে চণ্ডীগড় এবং হরিদ্বারে। কিছুটা অংশ মুম্বইতে। মুম্বইয়ের ফিল্মসিটিতেই শুরু হল ছবির শুটিং। প্রায় এক মাস চলবে প্রথম অংশের শুটিং। এরপর গোটা টিম উড়ে যাবে চণ্ডীগড়ে। তারপর হরিদ্বারে।

আরও পড়ুন: বিয়ের এক মাসের মধ্যেই সুখবর, মা হচ্ছেন দিয়া মির্জা

ছবিটি প্রযোজনা করছে একতা কাপুর এবং রিল্যায়েন্স এন্টারটেইনমেন্ট। পরিচালক বিকাশ বহেল এর আগে একতা কাপুরের সঙ্গে গাঁটছড়া বেঁধে ‘লুটেরা’ এবং ‘উড়তা পাঞ্জাব’-এর মত সমালোচক-প্রশংসিত ছবি আমাদের উপহার দিয়েছেন।

Next Article