সাদাকালো কম্বিনেশন, রিসেপশনে ওয়েস্টার্ন লুকে গৌরব-দেবলীনা

Dec 15, 2020 | 10:15 PM

স্টার্টারের মেনুতেও রয়েছে চমক।

সাদাকালো কম্বিনেশন, রিসেপশনে ওয়েস্টার্ন লুকে গৌরব-দেবলীনা
পিসি চন্দ্র গার্ডেনে গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমারের রিসেপশন পার্টি।

Follow Us

বৈদিক মতে চারহাত এক হয়েছে গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমারের। আজ তাঁদের রিসেপশন। এদিন সন্ধ্যায় জমাটি আসর বসেছে পিসি চন্দ্র গার্ডেনে। সাদা লং গাউনে সেজেছেন দেবলীনা। মাথায় লম্বা সাদা রংয়ের ভেল। সঙ্গে মানানসই গয়না।  ব্ল্যাক স্যুট-প্যান্টে পাশে গৌরবকেও লাগছে বেশ।

ইতিমধ্যেই তারকা দম্পতির রিসেপশন পার্টিতে হাজির হয়েছে টেলিভিশন এবং টলিপাড়ার বিখ্যাতরা। এসেছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়, অলোকানন্দা রায়, রণিতা-সৌপ্তিক, গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায়, পরিচালক সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ প্রমুখ। এছাড়াও এসেছিলেন রাহুল, সন্দীপ্তা, দিতিপ্রিয়া, বিশ্বনাথ বসু, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, সাহেব ভট্টাচার্য ও আরও অনেকে।

স্টার্টারের মেনুতেও রয়েছে চমক। ফিস টার্ট, বারবিকিউ চিকেন, বেকড বিনস, প্যানকেক রয়েছে স্টার্টারে।

রিসেপসনের ওয়েস্টার্ন লুক

অনুষ্ঠানের জায়গায় বড় স্ক্রিনে চালানো হয়েছে দেবলীনা-গৌরবের বিয়ের ভিডিও। নবদম্পতির ক্যান্ডিড মোমেন্টের স্লাইড শো চলছে সেখানে। এদিনের সন্ধ্যায় হাজির সকলেই সাক্ষী থাকছেন সেই মুহূর্তের।

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই বিয়েতে ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন আর হাতেগোনা বন্ধুবান্ধব ছাড়া কাউকেই নিমন্ত্রণ করতে পারেননি এই জুটি। চৌধুরী ভিলায় একদম সাদামাঠা ভাবেই ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয়েছিল বিয়ের অনুষ্ঠান।

স্টার্টারে রকমারি মেনু

গত রবিবার ছিল গৌরব-দেবলীনার সঙ্গীত। নাচে, গানে আসর ছিল জমজমাট। দুই পরিবারের সদস্যরা মেতেছিলেন আনন্দে। হাজির ছিলেন তারকা দম্পতির ঘনিষ্ঠরাও। তবে বিয়ের মতোই সঙ্গীতের অনুষ্ঠানেও অতিথি সমাগমের দিকে যাননি গৌরব-দেবলীনা। কারণ কোভিড পরিস্থিতিতে সুরক্ষা তাঁদের কাছে সবার আগে। যদিও লোকজন কম থাকলেও অনুষ্ঠানের জাঁকজমকে ছিল না কোনও খামতি। বলিউডের জনপ্রিয় সব গানের ছন্দে দেদার নেচেছেন নবদম্পতি।

বিয়ের পর অবশ্য বাঙালি বাড়ির বউয়ের মতো সাবেক সাজেও ধরা দিয়েছিলেন দেবলীনা। মানানসই পোশাক ছিল গৌরবেরও। মেহেন্দি, গায়ে হলুদ, বিয়ে এবং সঙ্গীত সব অনুষ্ঠানেই জমিয়ে মজা করেছেন গৌরব এবং দেবলীনা।

Next Article