প্রথম হওয়া যেন অভ্যেস হয়ে গিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের। মাঝে কিছু সময়ের জন্য দ্বিতীয় হচ্ছিল এই ধারাবাহিক। তবে না, আবারও সে ফিরে এসেছে সেই পুরনো মহিমায়। এই সপ্তাহে তাঁর টিআরপির নম্বর শুনলে রীতিমতো চমকে যেতে হবে। শুধু কি তাই? বেশ কিছু মাস পর ধারাবাহিকে ফিরে রীতিমতো চমকে দিয়েছেন অপরাজিতা আঢ্য। ‘জল থই থই ভালবাসা’ প্রথম সপ্তাহেই জায়গা করে নিয়েছে প্রথম স্থানে। কে কোন স্থানে রয়েছে, দেখে নিন এক ঝলকে…
এই সপ্তাহে ‘অনুরাগের ছোঁয়া’ পেয়েছে ৯.০। তাহলেই ভাবুন বহুদিন পর বাংলা ধারাবাহিক ফল করত এত ভাল। একই নম্বর পেয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’ ও ‘ফুলকি’। ওই দুই ধারাবাহিকই পেয়েছে ৮.০। তৃতীয় স্থানে রয়েছে সন্ধ্যাতারা। ওই ধারাবাহিক যখন প্রথম শুরু করেছিল তখন প্রথম দশেও জায়গা করতে পারেনি এই ধারাবাহিক। যদিও যত দিন এগিয়েছে ততই ওই ধারাবাহিকের গতি ঊর্ধ্বমুখী।
চতুর্থ স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’। পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে ‘কার কাছে কই মনের কথা’। অন্যদিকে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে ‘রাঙা বউ’ জল থই থই ভালবাসা’ ও ‘তুঁতে’। নবম স্থানে জায়গা করে নিয়েছে আরও এক নতুন ধারাবাহিক ‘লাভ বিয়ে আজকাল’। অন্যদিকে দশম স্থানে রয়েছে ‘হরগৌরী পাইস হোটেল’। তবে টিআরপির তালিকা বড়ই অদ্ভুত। এখানে কখন কী হয়, তা বলা মুশকিল, আজ যে রাজা কাল সে ফকির হয়ে যাবেন না, তা কেই বা বলতে পারে!