৪০ বছরের বন্ধন ছিন্ন করে কোভিড কেড়ে নিল হেমার প্রিয়জনকে

বিহঙ্গী বিশ্বাস | Edited By: ঋদ্ধীশ দত্ত

May 10, 2021 | 4:37 PM

টুইটারে সে কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী। বিষাদমাখা বুকে তাঁকে শেষ বিদায় জানিয়ে হেমা লিখেছেন...

৪০ বছরের বন্ধন ছিন্ন করে কোভিড কেড়ে নিল হেমার প্রিয়জনকে
হেমা মালিনী নাকি মনে করেন শাহরুখ খান অতি নাটকীয়, আর সেই কারণেই কোনও ছবিতে শাহরুখের সঙ্গে কাজ করতে দেখা যায়নি তাঁকে।

Follow Us

কোভিডে সুস্থতার হার বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। এ বার ‘ড্রিম গার্ল’ হেমা মালিনীর বাড়িতেও বিষাদের সুর। কোভিড কেড়ে নিল তাঁর প্রিয়জনকে। ৪০ বছরের বন্ধন ছিন্ন করে প্রয়াত হলেন হেমার সেক্রেটারি ‘মিস্টার মেহতা’।

টুইটারে সে কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী। বিষাদমাখা বুকে তাঁকে শেষ বিদায় জানিয়ে হেমা লিখেছেন, “৪০ বছরের সঙ্গী, আমার সেক্রেটারি, মেহতাজিকে ভারাক্রান্ত হৃদয়ে বিদায় জানাচ্ছি। পরিশ্রমী, কর্মক্ষম মানুষটিকে কেড়েছে কোভিড। আমার পরিবারেরই অংশ ছিলেন তিনি। যে শূন্যতা উনি তৈরি করে দিয়ে গেলেন তা কখনও পূর্ণ হবে না।”

মেহতা’জির ছবিও শেয়ার করেছেন হেমা। অভিনেত্রীর মেয়ে এষা দেওলও লিখেছেন, “ওঁকে মোছা যাবে না। মেহতা আঙ্কল আপনাকে ভীষণ মিস করব।” হেমা মালিনী যখন উচ্চতার শিখরে তখন থেকেই তাঁকে, তাঁর অফিসকে সামলেছেন মেহতাজি। তাঁর আসল নাম থেকে গিয়েছে অন্তরালেই। ইন্ডাস্ট্রিতেও তিনি পরিচিত মেহতাজি বলেই। এত দিনের সঙ্গীকে হারিয়ে আজ তাই ভেঙে পড়েছেন হেমা।

আরও পড়ুন-‘অক্সিজেন মাস্ক কাজ করছে না’, হাসপাতালে রাহুলের শেষ ভিডিয়ো প্রকাশ্যে এনে বিস্ফোরক অভিযোগ স্ত্রীর

Next Article