অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জানাচ্ছিলেন সত্ মেয়ে এষা বর্মা। তিনি অভিযোগ জানিয়েছিলেন, বাবা অশ্বিন বর্মার সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন রূপালি। এমনকি অভিনেত্রীর বিরুদ্ধে মায়ের গয়না চুরির অভিযোগও জানিয়েছিলেন তিনি। সত্ মা রূপালির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ উগরে দেন এষা। তবে অভিযোগ সত্ত্বেও চুপ ছিলেন অভিনেত্রী। ধৈর্যের বাধ ভাঙল। বলিসূত্রে খবর, সত্ মেয়ে এষার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন তিনি।
গত এক সপ্তাহ ধরে প্রকাশ্যে লাগাতার অভিযোগ জানিয়ে গিয়েছেন এষা। তাঁর মৃতা মা স্বপ্না বর্মাকে নাকি মারধরও অভিযোগ করেছিলেন রূপালি। এমনটাই দাবি করেছিলেন এষা। এত অভিযোগ শোনার পরেও সরাসরি এষার সঙ্গে কোনও কথা বলেননি রূপালি। বরং বিরক্ত হয়ে আইনি পদক্ষেপ করার সিদ্ধান্ত নেন তিনি। জানিয়েছেন ‘অনুপমা’ রূপালির আইনজীবী সানা রইস খান। তিনি জানিয়েছেন, সম্মানরক্ষার জন্যই রূপালি মেয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছেন। অভিনেত্রীর আইনজীবীর দাবি, নিজেকে প্রচারের আলোয় আনতেই সত্ মায়ের বিরুদ্ধে লাগাতার নেতিবাচক মন্তব্য করে চলেছেন এষা। যা সমাজে অভিনেত্রীর সম্মান ক্ষুন্ন করছে। এই কারণে, মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন রূপালি।