দোলনের বাবার বয়সি, ২৬ বছরের বড় দীপঙ্করের সঙ্গে সম্পর্ক শুনেই রেরে করে ওঠেন অভিনেত্রীর বাবা-মা

Sneha Sengupta |

Apr 11, 2024 | 8:00 AM

Dipankar-Dolon Relationships: বাবার মতো বয়স। ২৬ বছরের বড়। আগে একটা বিয়ে ছিল। দুই কন্যার পিতা। এমন এক পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন বাংলার প্রতিভাময়ী অভিনেত্রী দোলন রায়। অভিনেতার নাম দীপঙ্কর দে। সেই সম্পর্কের কথা জানতে পেরে আর্তনাদ করে ওঠেন অভিনেত্রীর বাবা-মা। তারপর...

দোলনের বাবার বয়সি, ২৬ বছরের বড় দীপঙ্করের সঙ্গে সম্পর্ক শুনেই রেরে করে ওঠেন অভিনেত্রীর বাবা-মা
দোলন-দীপঙ্কর।

Follow Us

অভিনেত্রী দোলন রায়ের বাবার চেয়ে অভিনেতা দীপঙ্কর দে খুব বেশি ছোট নন। এই দুই অভিনেতা স্বামী-স্ত্রী। দুই দশক ধরে লিভ-ইন সম্পর্কে ছিলেন তাঁরা। ২০২১ সালে বিয়ে করেন আইনিভাবে। দোলন তখন ৫০ ঊর্ধ্ব, দীপঙ্করের ৭৬। মজার বিষয় এটাও–দীপঙ্করের চেয়ে দোলনের মা মোটে ৪-৫ বছরের বড় হবেন। প্রথম যখন দীপঙ্করের সঙ্গে দোলনের সম্পর্কর কথা তাঁর বাবা-মায়ের কানে গিয়েছিল, রীতিমতো রেরে করে উঠেছিলেন তাঁরা। সিনেমার চিত্রনাট্যকেও হার মানিয়ে দেবে সেই সব ঘটনাবহুল দৃশ্য। TV9 বাংলার কাছে একদিন অনেক রাতে শুটিং সেরে ফিরে মনের ঝাঁপি খুলেছিলেন দোলন।

বিদেশে নাটক করতে গিয়ে দোলন-দীপঙ্করের আলাপ এবং প্রথম কাছে আসা। প্রায় ২৫ বছর আগের ঘটনা সেটা। নাটকের শো হত শনি-রবিবার। এক সপ্তাহান্তের শো বাতিল হওয়ায়, নিঃসঙ্গ দোলনকে সঙ্গ দিয়েছিলেন দীপঙ্কর। একদিকে অগাধ পাণ্ডিত্য, অন্যদিকে সুন্দরী প্রতিভাবময়ী! দুই শিল্পীর কাছাকাছি আসতে খুব বেশি সময় লাগেনি। সেই ভাললাগা কখন যে ভালবাসায় পরিণত হল, তা দু’জনের কেউই বুঝে উঠতে পারেননি। কেবল একে-অপরের হাতটা ধরে রাখেন শক্ত করে।

এদিকে মেয়ের বিয়ের বয়স হয়ে যাচ্ছে। তাঁকে ‘সেটেলড’ দেখে যেতে চান বাবা-মা। হঠাৎ জানা গেল, বয়সে ২৬ বছরের বড়, বিবাহিত (প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল তখন), দুই কন্যার পিতা দীপঙ্করের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে কন্যা দোলনের। দোলন বলেছিলেন, “বাড়িতে বোম পড়ার মতো আওয়াজ হয়েছিল। বাবা-মা আর্তনাদ করে উঠেছিলেন। আমার আজও মনে আছে সেই দৃশ্যগুলো। এখন ভাবলে খুবই হাসি পায়।”

কিন্তু মেয়ের ভালবাসাকে মানতেই হয়েছিল দোলনের পিতা-মাতাকে। দীপঙ্করের সঙ্গেও স্বাভাবিক হয়ে গিয়েছিল তাঁদের সম্পর্ক। দোলন বলেছেন, “বাবা চলে গিয়েছেন। কিন্তু আমার মা এবং ভাইয়ের সঙ্গে এক্কেবারে আপন হয়ে গিয়েছেন দীপঙ্কর। মায়ের সঙ্গে দীপঙ্করের বয়সের ব্যবধান ৪-৫ বছরের। মাকে খুবই সম্মান করেন দীপঙ্কর। মাও তাঁকে খুবই ভরসা করেন। এই ক্রেডিট কিন্তু পুরোটাই দীপঙ্করের। তিনি পুরোটাই সামলে নিয়েছেন। আর আমার ভাই–বাবার পরে যদি কাউকে ভরসা করে থাকেন, তা হলে সেটা এই জামাইবাবুকেই…”

Next Article
হাজার লোকের মাঝে সুদীপ্তাকে জাপটে ধরে ঠোঁটে চুমু খেতে হয় চন্দন সেনকে, কতখানি অপ্রস্তুত ছিলেন অভিনেতা?
কমলিকা মুখ খুললেন, বললেন, ‘এই প্রেম এবং বিচ্ছেদ আমাকে অনেক…’