বাড়ির আপত্তি ছিল, তা-ও ‘কাঁটা লাগা’ নেচে কত টাকা পেয়েছিলেন শেফালি?
শেফালির মধ্যে প্রতিভার ঝলক দেখে বলিউড তাঁকে নানা কাজ দিয়েছে। তবে জীবনযাত্রায় বিভিন্ন সময়ে ছন্দপতন হয়েছিল কিনা, তা নিয়েও প্রশ্ন উঠছে এখন। শেফালির মৃত্যুতে নতুন করে ভাইরাল হয়েছে 'কাঁটা লাগা'। কতটা ভালো পারফর্ম করেছিলেন শেফালি সেই গানে, অত কম বয়সেই, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। শেফালিকে হারিয়ে শোকাহত তাঁর অনুরাগীরা।

শেফালি জারিওয়ালার হঠাত্ মৃত্যু তাঁকে নতুন করে এনেছে চর্চায়। একটা নাচ। কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল শেফালির। তারপর থেকে গ্ল্যামার দুনিয়ার সঙ্গেই জড়িয়ে ছিলেন। খুব বেশি যে কাজ করেছিলেন তা নয়। মৃগী রোগের ঠেলায় সমস্যায় পড়তেন। কিন্তু তা-ও সেলিব্রিটি হিসাবে বরাবর মিডিয়ার নজরে ছিলেন শেফালি। ৪২ বছরে মৃত্যু হওয়ার কারণে শেফালির জীবন ফিরে দেখার চেষ্টা করছেন অনেকে।
‘কাঁটা লাগা’ গানে নাচের সুযোগ কী করে পেয়েছিলেন শেফালি? একটা সাক্ষাত্কারে অভিনেত্রী জানিয়েছিলেন, তখন বয়স ১৯ বছরও হয়নি। একটা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছিলেন। কলেজের বাইরে শেফালিকে দেখে পছন্দ হয়ে যায় ওই মিউজিক ভিডিয়োর পরিচালকদ্বয়ের। সেই সময়ে মিউজিক ভিডিয়োটি বেশ বোল্ড ছিল। শেফালির পোশাক নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। শেফালি বলেছেন, মাত্র সাত হাজার টাকা তিনি পেয়েছিলেন এই নাচ করার জন্য। তবে তিনি করতে চেয়েছিলেন কাজটি, কারণ নিজে কিছু উপার্জন করতে চেয়েছিলেন। বাড়িতে বাবার আপত্তি ছিল। মেয়ে এই মিউজিক ভিডিয়ো করেন, চাননি তিনি। তবে শেফালি শোনেননি। আত্মবিশ্বাসের সঙ্গে নেচেছিলেন এই নাচ। এরপর তাঁর কেরিয়ারের মোড় ঘুরে যায়।
শেফালির মধ্যে প্রতিভার ঝলক দেখে বলিউড তাঁকে নানা কাজ দিয়েছে। তবে জীবনযাত্রায় বিভিন্ন সময়ে ছন্দপতন হয়েছিল কিনা, তা নিয়েও প্রশ্ন উঠছে এখন। শেফালির মৃত্যুতে নতুন করে ভাইরাল হয়েছে ‘কাঁটা লাগা’। কতটা ভালো পারফর্ম করেছিলেন শেফালি সেই গানে, অত কম বয়সেই, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। শেফালিকে হারিয়ে শোকাহত তাঁর অনুরাগীরা।
