বড় হচ্ছে ইউভান, ছেলেকে ঠিক কী ভাবে পড়াশোনা করান শুভশ্রী?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Sep 20, 2024 | 9:25 PM

Subhashree: ছেলে আর মেয়েকে নিয়ে যে তাঁর কখন সময় চলে যায় তা বোঝা খুব মুশকিল। তার মাঝেই শুটিং চলছে। ব্র্যান্ড এন্ডর্সমেন্ট চলছে। আবার সব আচার অনুষ্ঠানের আয়োজনও চলছে। একা হাতে দিব্যি কাজ সামলাচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর স্ত্রীয়ের তালে তাল মিলিয়ে চলছেন পরিচালক রাজ চক্রবর্তী। ছেলে ইউভান একটু বড় হয়ে গিয়েছে।

বড় হচ্ছে ইউভান, ছেলেকে ঠিক কী ভাবে পড়াশোনা করান শুভশ্রী?

Follow Us

ছেলে আর মেয়েকে নিয়ে যে তাঁর কখন সময় চলে যায় তা বোঝা খুব মুশকিল। তার মাঝেই শুটিং চলছে। ব্র্যান্ড এন্ডর্সমেন্ট চলছে। আবার সব আচার অনুষ্ঠানের আয়োজনও চলছে। একা হাতে দিব্যি কাজ সামলাচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর স্ত্রীয়ের তালে তাল মিলিয়ে চলছেন পরিচালক রাজ চক্রবর্তী। ছেলে ইউভান একটু বড় হয়ে গিয়েছে। মেয়ের এখনও এক বছরও হয়নি। নভেম্বর এলে সে এক বছরে পা দেবে।

ছেলে-মেয়ের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি এমনিতেই ভাগ করে নেন নিজের সমাজমাধ্যমের পাতায়। কয়েক দিন আগে মেয়ে ইয়ালিনির সঙ্গে পোস্ট করেছিলেন ছবি। এবার ছেলে ইউভানকে গল্পের ছলে পড়ানোর একটি মিষ্টি ছবি পোস্ট করলেন নায়িকা। ভিডিয়োয় খুদে ইউভানের কাণ্ড দেখে নেটজিনদেরও বেশ লেগেছে। অনেকেই মনে করে নায়িকারা আর তাঁদের সন্তানের জন্য কী করে সময় পাবেন। কিন্তু শুভশ্রীর ক্ষেত্রে যে তেমনটা হবে না সে কথা বহু আগেই জানিয়েছিলেন নায়িকা। সন্তান জন্মের পরে সেই প্রমাণও পাওয়া যাচ্ছে হাতে নাতে।

 

এই যেমন কয়েকদিন আগে মজার ছলে ইউভানকে শেখাচ্ছিলেন হেলদি ফুড আর আনহেলদি ফুডের পার্থক্য। শুক্রবার ঠিক তেমন ভাবে ছেলেকে শিখিয়ে দিচ্ছিলেন গৃহপালিত পশু (পেট অ্যানিম্যাল) এবং বন্য প্রাণী (ওয়াইল্ড অ্যানিম্যাল)-এর মধ্যে পার্থক্য কী? ছোট্ট ইউভানও মায়ের প্রশ্নের একেবারে সঠিক উত্তরও দিচ্ছিল। এই ভিডিয়ো দেখে সবাই প্রশংসায় ভরিয়েছে একরত্তিকে। বাইপাস সংলগ্ন একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে সে। পড়াশোনার পাশাপাশি মা-বাবার সঙ্গেও সিনেমা, ওয়েব সিরিজের সেটেও অনেকটা সময় কাটায় সে। আপাতত এই ভাবেই কাটছে চক্রবর্তী পরিবারের জীবন।

Next Article