ইমন চক্রবর্তী, গানের জগতে এক উজ্জ্বল নাম। কেরিয়ারের শুরু রবীন্দ্রসঙ্গীতের হাত ধরে। বর্তমানে তাঁর ঝুলিতে একগুচ্ছ দাপুটে গান। জাতীয় পুরস্কার ইতিমধ্যেই এসেছে তাঁর ঝুলিতে। সম্প্রতিতে তাঁর গান অস্কারে মনোনয়ন পেয়েছে। ফলে গত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি। তবে হঠাৎ এমন কী হল, ভরা কনসার্টের মাঝেই মেজাজ হারিয়ে ফেললেন গায়িকা? সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল সেই ভিডিয়ো। এক বেসরকারি সংস্থার আয়োজিত কনসার্টে এক শ্রোতা বাংলা গান শুনবেন না বলে আবদার করে বসেন। যা শোনা মাত্রই মেজাজ হারান ইমন।
গান থামিয়ে প্রতিবাদ করে ওঠেন। চিৎকার করে বলেন, “আপনি বাংলায় থেকে যদি এই কথা বলেন…, সাহস থাকলে হাত তুলে বলুন– আমি বাংলা গান শুনব না। অন্য কোনও জায়গা হলে চুলের মুটি ধরে ক্যাম্পাসের বাইরে বার করে দেওয়া হত। এই রাজ্যের নাম বাংলা। সুতরাং সব শুনুন। মারাঠি, গুজরাতি, পঞ্জাবি, ইংরেজি গান শুনুন। আপনি কে হে, বলছেন ‘বাংলা গান শুনব না’। ওর যদি সাহস থাকে ওকে মঞ্চে পাঠান। এই ভন্ডামিগুলো করবেন না। বাংলায় থাকছেন, বাংলায় চাকরি করছেন, টাকা রোজগার করছেন, আর বাংলা গান শুনবেন না বলছ?”
ইমনের এই বার্তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ঝড়ের গতিতে তা ভাইরাল। অধিকাংশই প্রশংসায় ভরালেন গায়িকাকে। বাংলা ছবির পাশে দাঁড়ানোর বার্তা তো অনেকেই দিনে থাকেন, বাংলা গানের ক্ষেত্রেও তা প্রযোজ্য। তাই গান থামিয়ে ভুল ধরিয়ে দিতে দু’বার ভাবলেন না ইমন চক্রবর্তী।