বন্ধুর সঙ্গে নিখাদ মজায় ইমনের যোগাভ্যাস!

স্বরলিপি ভট্টাচার্য |

Dec 25, 2020 | 2:21 PM

শুধু জীবনের নতুন ইনিংস নয়। কাজের জগতে নতুন উদ্যোগ নিয়েছেন ইমন। শুরু করেছেন ইমন চক্রবর্তী প্রোডাকশন হাউজ।

বন্ধুর সঙ্গে নিখাদ মজায় ইমনের যোগাভ্যাস!
ইমন চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

Follow Us

যোগাসনে বসেছেন গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। না! এ নিছক যোগাভ্যাস নয়। বরং বন্ধুর সঙ্গে নিখাদ মজা। কারণ জনৈক গৌরব মিত্রের পিঠের উপর বসে যোগাভ্যাস করছেন ইমন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।

গৌরব এবং ইমনের বন্ধুত্ব দীর্ঘদিনের। ঘনিষ্ঠরা জানেন, গৌরব তাঁর ছায়াসঙ্গী। সাপোর্ট সিস্টেম বলতে পরিবার এবং বন্ধুবৃত্তের যাঁদেরকে বোঝেন ইমন, তাঁদের মধ্যে গৌরব অন্যতম। এ হেন বন্ধুর সঙ্গে মজা তো করা যায়। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ইমনের অনুরাগীদের কাছেও মজার উপাদান হয়ে উঠেছে। ছবির ক্যাপশনে গৌরবকে ট্যাগ করে ইমন লিখেছেন, ‘বজ্রাসন… দেখ কেমন লাগে।’

আর কয়েকদিনের মধ্যেই জীবনের নতুন ইনিংস শুরু করবেন ইমন। পাত্র সুরকার নীলাঞ্জন ঘোষ। আগামী ২ ফেব্রুয়ারি সামাজিক ভাবে বিয়ে করবেন তাঁরা। চলতি বছরেই আংটি বদল সেরেছেন এই জুটি। বিয়ের দিন অভিষেক রায়ের ডিজাইনে সাজবেন তাঁরা। ইমনের পরনে থাকবে ট্র্যাডিশনাল লাল বেনারসি এবং সোনার গয়না। নীলাঞ্জন পরবেন ধুতি এবং পাঞ্জাবি। করোনা পরিস্থিতির কারণেই নিমন্ত্রিতের সংখ্যা নিয়ন্ত্রিত বলে জানিয়েছেন গায়িকা।

আরও পড়ুন, “যাঁরা ট্রোল করেন, তাঁরা সিরিয়াল দেখেন না, সিরিয়ালটা সকলের জন্য নয়”

শুধু জীবনের নতুন ইনিংস নয়। কাজের জগতে নতুন উদ্যোগ নিয়েছেন ইমন। শুরু করেছেন ইমন চক্রবর্তী প্রোডাকশন হাউজ। পাশাপাশি গত কয়েক বছর ধরেই লিলুয়ায় বসন্ত উৎসব আয়োজন করছেন তিনি। ২০২১-এর জন্যও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

Next Article