AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Imran Khan-Avantika Malik: বিয়ে ভাঙার তালিকায় কি নাম লেখাতে চলল আর এক খান পরিবার?

Imran Khan-Avantika Malik: ২০১১ সালে জাঁকজমক করে বিয়ে হয়েছিল আমির ভাইপো ইমরান এবং অবন্তিকার। প্রেমের এই বিয়ের কয়েক বছর পর থেকেই অশান্তি শুরু।

Imran Khan-Avantika Malik: বিয়ে ভাঙার তালিকায় কি নাম লেখাতে চলল আর এক খান পরিবার?
এই ছবি কি সত্যি দেখতে পাওয়া যাবে না?
| Edited By: | Updated on: May 16, 2022 | 8:04 AM
Share

২৪ বছরের দাম্পত্যে দাঁড়ি টেনে সদ্য আইনি বিচ্ছেদের পথে হেঁটেছেন সোহেল খান এবং সীমা সচদেব। বিচ্ছেদের পিছনে যে কারণই হোক না কেন, একের পর এক বিয়ে ভাঙছে। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন আমির খানের ভাইপো ইমরান খানও (Imran Khan)। আমিরও কিছুদিন আগে তাঁর দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ করেছেন। তবে আমিরের আগে থেকে ইমরান আর অবন্তিকা (Avantika Malik) বিয়েতে ভাঙন ধরেছিল। কিন্তু অবন্তিকা চেষ্টা চালিয়ে যাচ্ছিল, যদি কোনওভাবে বিয়েটা টিকিয়ে রাখা যায়। কিন্তু ইমরান অনড়। তিনি কিছুতেই অবন্তিকার কাছে ফিরবেন না। এবার হাল ছাড়লেন অবন্তিকাও। ফল এ বার পাকাপাকি ভাবে সংসার ভাঙছে ইমরান খান এবং অবন্তিকা মালিকেরও।

২০১১ সালে জাঁকজমক করে বিয়ে হয়েছিল আমির ভাইপো ইমরান এবং অবন্তিকার। প্রেমের এই বিয়ের কয়েক বছর পর থেকেই অশান্তি শুরু। ২০১৯ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন দু’জনে। তারপর আত্মীয়, বন্ধুবান্ধবেরা অনেক চেষ্টা করেছেন, যদি জোড়া লাগানো যায় ভাঙা এই সম্পর্ক। কিন্তু টলানো যায়নি বিশাল ভরদ্বাজের নায়ককে।

অবন্তিকা নিজেও চেয়েছিলেন, তাঁদের বিয়েটা না ভাঙুক। অন্তত আর একবার একসঙ্গে থেকে দেখতে চেয়েছিলেন কোনওভাবে সংসারে মন ফেরানো যায় কিনা স্বামীর। সবটা স্বাভাবিক করার চেষ্টাতেও নাকি ত্রুটি রাখেননি অবন্তিকা। তবু মন গলেনি ইমরানের। আলাদা থাকা অবস্থায় গত বছর মুম্বইয়ের এক হোটেলে একটি বিয়ের অনুষ্ঠানে আচমকা দেখাও হয়েছিল দু’জনের। কিন্তু কিছুই পাল্টায়নি দুজনের মাঝে।

ইমরান স্পষ্ট বলে দিয়েছেন, কোনও ভাবেই আর এ সম্পর্কে ফিরবেন না তিনি। অন্তত অবন্তিকার কাছে তো কিছুতেই নয়। আর অবশেষে এ বার নাকি হাল ছেড়ে দিয়েছেন অবন্তিকাও। বুঝে গিয়েছেন, যেটা তাঁর ছিল না, সেটা না পাওয়াই থাক। বরং আলাদা হওয়াই ভাল। তবে প্রশ্ন হচ্ছে, এত টানাপড়েন, এত দিনের আলাদা থাকা সত্ত্বেও কেন আইনি পথে এখনও হাঁটেননি দু’জনে? এর উত্তর পাওয়া যায় কিনা সেটাই দেখার।