নতুন অবতারে বিগ বিস স্ট্রিম করেছে ওটিটি প্ল্যাটফর্মে। এই প্রথম ডিজিট্যাল মাধ্য়মে দেখা যাচ্ছে বিগ বস। অনেকেরই জানা, সিজন ১৫-র সঞ্চালক আর কেউ নন পরিচালক ও প্রযোজক করণ জোহর। প্রতিযোগীদেরও লিস্ট লম্বা – করণ নাথ, দিব্যা আগরওয়াল, অক্ষরা সিং থেকে শুরু করে নেহা ভাসিন, ঋদ্ধিমা পণ্ডিতরা অংশ নিয়েছেন সেখানে। ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান ম্যাচমেকিং’-এর সীমা তাপারিয়ারও থাকার কথা ছিল সেখানে। কিন্তু প্রিমিয়ারের একদিন আগে জানা যায়, তিনি অংশ নিচ্ছেন না।
এই ঘটনায় আশাহত হয়েছিলেন সীমার ভক্তরা। তবে মঙ্গলবার শোতে তাঁর রাজকীয় প্রবেশ সকলকে অবাক করে দিয়েছে। অবাক হয়েছেন অন্যান্য প্রতিযোগীরাও। যদিও সীমাকে কোয়ারেন্টিনেই থাকতে হবে কিছুদিন। বিগ বসের বাড়িতে সকলের সঙ্গে তিনি থাকতে পারছেন না আপাতত। কোয়ারেন্টিনের সময় কাটলে তিনি প্রবেশ করতে পারবেন।
‘বিগ বিস ১৫’-র নিয়ম – প্রত্যেক প্রতিযোগীকে একে-অপরের সঙ্গে যোগাযোগ বজায় রেখে থাকতে হবে। শোতে আসার পর সকলের সঙ্গে যোগাযোগ তৈরি করতে চেষ্টা করেছেন সীমাও। কিন্তু উরভি জাভেদ ও জিশান খানের সঙ্গে তাঁর কথোপকথন নেটিজেনদের নজর কাড়ে।
একটি ভিডিয়োতে দেখা যায়, উরভি সীমাকে জিজ্ঞেস করছেন, “তুমি বাইরে কেন? ভিতরে কাউকে পছন্দ হয়নি তোমার?” উত্তরে উরভির সাফ জানিয়েছেন, “না”। একথা শুনে জিশান বলেন, “হয়তো ওর সেরকমভাবে কাউকে মনেই ধরেনি।” হতচকিত সীমা বলেন, “বিগ বস শুরু হয়েছে সবে মাত্র ২ দিন হয়েছে।” জিশান হেসে এর উত্তর দিয়ে বলেন, “পিকচার এখনও বাকি আছে বন্ধু!”
আরও পড়ুন: বিগবসের প্রথম দিনেই সহ-প্রতিযোগীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন শমিতা শেট্টি