বিগবসের প্রথম দিনেই সহ-প্রতিযোগীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন শমিতা শেট্টি

অভিনেতা প্রতীক সেজপালের সঙ্গে খাবার নিয়ে ঝামেলা হয় শমিতার। দুদিক থেকেই উড়ে আসতে থাকে কথার বাণ।

বিগবসের প্রথম দিনেই সহ-প্রতিযোগীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন শমিতা শেট্টি
বাকবিতণ্ডায় জড়ালেন শমিতা শেট্টি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 09, 2021 | 11:34 PM

ওটিটিতে রবিবার থেকে শুরু হয়েছে বিগবস। আর এই বিগবসেই সবাইকে চমকে দিয়ে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন শমিতা শেট্টি। পর্ণকাণ্ডে পরিবার জেরবার, এর মধ্যে শমিতার রিয়ালিটি শো’র অংশ হওয়া নিয়ে রবিবার থেকেই শুরু হয়েছে নানা বিতর্ক। তারই মাঝে বিগবসের প্রথম দিনেই সহপ্রতিযোগীর সঙ্গে ঝামেলায় জড়ালেন শমিতা।

অভিনেতা প্রতীক সেজপালের সঙ্গে খাবার নিয়ে ঝামেলা হয় শমিতার। দুদিক থেকেই উড়ে আসতে থাকে কথার বাণ। এরকমই এক ভিডিয়ো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই ভিডিয়োতেই দেখা যায় জল গড়ায় এতদূর যে বাকি সদস্যদেরও তাঁদের ঝামেলা থামাতে এগিয়ে আসতে হয়।

বিগবসের ঘরে ঢুকেই শমিতা রবিবার বলেছিলেন, “সময় ভাল হোক বা খারাপ, যদি নিঃশ্বাস নেওয়া আমরা বন্ধ না করি তাহলে কাজ কেন ছাড়ব?” বলেছিলেন, “বিগবসের অফার আমি অনেক আগেই পেয়েছি। আমি তখনই ওঁদের বলে দিয়েছিলাম এই রিয়ালিটি শো’য়ে অংশ নেওয়ার কথা। কিন্তু তার পর এত কিছু হয়ে গেল ভেবেছিলাম বিগবসের ঘরে আমি প্রবেশ করব না। কিন্তু একবার যখন বলে দিয়েছি তখন সেখান থেকে মুখ ফেরানো উচিত নয়।” অর্থাৎ শমিতার বক্তব্য অনুযায়ী, পরিবারের উপর ঝড় ওঠার আগেই নাকি বিগবসে যাওয়া মনস্থির করে ফেলেছিলেন তিনি।

View this post on Instagram

A post shared by Voot Select (@vootselect)

তবে মুম্বইয়ের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, শমিতা ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, বিগবস ওটিটির কোনও অফারই শিল্পার কাছে ছিল না। শো অন এয়ার হওয়ার চার দিন আগে তাঁর কাছে নাকি প্রস্তাব পৌঁছয়। শো’য়ে প্রবেশের ঠিক এক দিন আগে হ্যাঁ বলেন শমিতা। সেই সূত্রের দাবি, প্রযোজক ও চ্যানেল ভেবেছিলেন শো’র টিআরপি বাড়াতে শমিতাকেই তুরুপের তাস মনে করেছেন তাঁরা। বিগবস এমন এক শো যেখানে প্রকাশ্যে চলে আসে ব্যক্তিগত জীবনের নানা খুঁটিনাটি। প্রকাশ পেয়ে যায় নানা না বলা কথা। শমিতার জীবন জুড়ে চলা বিতর্ক বর্তমান সময়ে শো’র টিআরপি বাড়ানোর সহায়ক হবেই বলে মনে করেছেন। কী বলা যায় একে? পাব্লিসিটি স্টান্ট? যদিও সূত্রের এই বক্তব্যের সঙ্গে শমিতার বক্তব্যের কোনও মিল নেই।

View this post on Instagram

A post shared by MrKhabri (@mrkhabrix)

আরও পড়ুন- ঊষসীর জীবনে নতুন অধ্যায়, আফসোস একটাই, ‘বাবা দেখে যেতে পারল না…’