By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.
কাচ ঘেরা বারান্দার ওপারে তাকালেই হাতছানি দিচ্ছে আরব মহাসাগর। অত্যাধুনিক গ্যাজেটে পরিপূর্ণ, একই সঙ্গে রয়েছে আভিজাত্যের ছোঁয়া। অভিনেতা হৃতিক রোশনের সাতমহলা বাড়ির ভেতরটা কেমন, দেখে নিন ছবিতে...
লিভিং রুম- কোলাজ করে কাটা রয়েছে দুই ছেলের সঙ্গে ছবি। সোফা-কুশনের কন্ট্রাস্ট চোখে পড়ার মতো।
দুই ছেলের জন্য এমন ঘরই বেছে নিয়েছেন বাবা হৃতিক। রয়েছে পৃথিবীর মানচিত্র। ঘুম থেকে উঠেই যার সঙ্গে পরিচয় হয় দুই ছেলের।
বাড়িতেই বানিয়ে নিয়েছেন ছোটখাটো জিম। তিনি যে ফিটনেস ফ্রিক সে প্রমাণ মেলে...
সুজানের ইনসটাতে মাঝেমধ্যেই ভেসে ওঠে এই অংশের ছবি। তাঁর বোধহয় অন্যতম পছন্দের জায়গার মধ্যে এটি একটি।
ইটালিয়ান ঘাসে আচ্ছাদিত এই অংশের নাম ফ্যামিলি কর্নার। সামনে সফেন সমুদ্র।
দাবা খেলতে ইচ্ছে হলে রয়েছে এই জায়গা
ফ্যামিলি হু ইটস টুগেদার, স্টে টুগেদার... এই প্রবচনকেই মান্যতা দেয় ছবিটি।
অতিথি এলে বসানোর জন্যও রয়েছে রাজকীয় ব্যবস্থা