AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গায়িকা দেবলীনার সঙ্গে সায়কের পরকীয়ার চোটে বিয়েতে সমস্যা? সবটা বললেন সায়ক

গায়িকা দেবলীনা নন্দী আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তারপর তিনি বেঁচে যান। পরিবারের দাবি অনুযায়ী ৭৮টা ঘুমের ওষুধ খেয়েছিলেন দেবলীনা। তিনি ঘুমের ওষুধ খাওয়ার পর বন্ধু সায়ককে প্রথম ফোন করেন। সায়ককে এর আগে দেবলীনার সঙ্গে মিউজিক ভিডিয়োতে দেখা গিয়েছে।

গায়িকা দেবলীনার সঙ্গে সায়কের পরকীয়ার চোটে বিয়েতে সমস্যা? সবটা বললেন সায়ক
| Edited By: | Updated on: Jan 07, 2026 | 12:48 PM
Share

গায়িকা দেবলীনা নন্দী আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তারপর তিনি বেঁচে যান। পরিবারের দাবি অনুযায়ী ৭৮টা ঘুমের ওষুধ খেয়েছিলেন দেবলীনা। তিনি ঘুমের ওষুধ খাওয়ার পর বন্ধু সায়ককে প্রথম ফোন করেন। সায়ককে এর আগে দেবলীনার সঙ্গে মিউজিক ভিডিয়োতে দেখা গিয়েছে।

দেবলীনার সঙ্গে প্রবাহ নন্দীর বিয়েতে সমস্যার চোটে দেবলীনা এমন পদক্ষেপ করেছেন, সেরকম দাবি করা হয় পরিবারের পক্ষ থেকে। তবে পরিবারের দাবি যাই হোক, সোশ্যাল মিডিয়াতে কড়া সমালোচনার মুখে পড়ছেন দেবলীনা। একজন লিখেছেন, ”সারাক্ষণ সায়কের গা ঘেঁষে ছবি তুললে, বিয়েতে অশান্তি হবেই!” সায়কের সঙ্গে দেবলীনার পরকীয়া চলছিল কিনা, সেই প্রশ্ন তুলেছেন অনেকে।

এবার ফেসবুক লাইভে এসে সবটা খোলসা করলেন সায়ক। তাঁর কথায়, ”দেবলীনা আমার বন্ধু। যাঁরা রুচিসম্পন্ন, তাঁরা এই সম্পর্কটাকে সেভাবেই দেখবেন। অনেকে হয়তো মনে করেন, বন্ধু মানেই টুক করে একটু ‘করে’ আসি। অনেকের হয়তো বাড়িতে বর বা বউ থাকার পরও বন্ধুর সঙ্গে ছোকছোকানির সম্পর্ক। তবে আমি সেরকম নই। আমার ওরকম মেয়ে দেখলেই ছোকছোকানি হয় না। কোনও মাসিমা, বৌদি, কেউ বলতে পারবেন না আমি তাঁকে অশালীন কোনও মেসেজ করেছি রাতে। আমার দেবলীনার বিয়ে ভাঙার হলে আগেই ভাঙতাম। তা হলে ওর বিয়েতে গিয়ে আমি কেন নাচতাম?”

পাশাপাশি সায়ক বলেন, ”অনেকে বলছেন পুরোটা নাকি নাটক ছিল। দেবলীনার নাটক করার দরকার পড়বে না। ও সেলফ-মেড। কোনও রিয়্যালিটি শোয়ের মঞ্চ থেকে ও জনপ্রিয়তা পায়নি।” যদিও দেবলীনার বর প্রবাহ নন্দী এখনও বিষয়টা নিয়ে মুখ খোলেননি।