প্রসেনজিত্ অন্যদের চেয়ে বেশি কেয়ারিং? ঋতুপর্ণার উত্তর, ‘ঠিক বুঝতে পারি না! হয়তো…’
শিবপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে ঋতুপর্ণার প্রশ্ন, ''শিবুর সময় আছে? ও তো বহুরূপী।'' সেটা শুনে সুমন ঘোষ বলেন, এটা কিন্তু ঋতু ভালো বলেছে।' এরপর প্রসেনজিত্ চট্টোপাধ্যায় কি বেশি কেয়ারিং, সেই সম্পর্কে ঋতুপর্ণা খোলসা করেন, 'ঠিক বুঝতে পারি না। কেয়ার করে হয়তো...'।

TV9 বাংলার অফিসে এলেন নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। ‘পুরাতন’ ছবির প্রচারে এই মুহূর্তে ব্যস্ত ঋতুপর্ণা। এদিন পরিচালক সুমন ঘোষকে পাওয়া গেল অফিসে, ঋতুপর্ণার সঙ্গে। ছবিতে মা আর মেয়ের চরিত্রে দেখা যাবে শর্মিলা ঠাকুর আর ঋতুপর্ণা সেনগুপ্তকে। শর্মিলা ঠাকুরের শেষ বাংলা ছবি এটা, তা দর্শকরা জেনে গিয়েছেন। ঋতুপর্ণা এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন। সেটাও যে ঋতুপর্ণার মুকুটে নতুন পালক, তা নিয়ে সংশয় নেই। এই ছবির সূত্র ধরেই পরিচালক সুমনের সঙ্গে ঋতুপর্ণার বন্ধুত্ব আরও গভীর হয়েছে। যদিও এর আগে ‘বসু পরিবার’ ছবিতে সুমনের সঙ্গে কাজ করেছেন নায়িকা।
নায়িকাকে প্রশ্ন করা হয়, কে বেশি কেয়ারিং? পরিচালক সুমন ঘোষ, শিবপ্রসাদ মুখোপাধ্যায় নাকি প্রসেনজিত্ চট্টোপাধ্যায়? ঋতুপর্ণা প্রথমেই ব্যাখ্যা করেন কীভাবে পরিচালক সুমনের সঙ্গে তাঁর কাজের বাইরেও একটা সখ্য গড়ে উঠেছে। সুমন যোগ করেন, ”’পুরাতন’-এর সময়ে একটা বিষয় নিয়ে ঋতুপর্ণার সঙ্গে আমার মনোমালিন্য হয়েছিল। অত কথা হচ্ছিল না। সেই সময়ে আমি ফ্লাইটে উঠেছি। ঋতুপর্ণা এসে আমাকে একটা চুমু খেল। তাতেই সব সমস্যা মিটে গেল।” ঋতুপর্ণা তাই শুনে বললেন, ”আমার কাছে সম্পর্কগুলো খুব গুরুত্বপূর্ণ।” শিবপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে ঋতুপর্ণার প্রশ্ন, ”শিবুর সময় আছে? ও তো বহুরূপী।” সেটা শুনে সুমন ঘোষ বলেন, ”এটা কিন্তু ঋতু ভালো বলেছে।” এরপর প্রসেনজিত্ চট্টোপাধ্যায় কি বেশি কেয়ারিং, সেই সম্পর্কে ঋতুপর্ণা খোলসা করেন, ”ঠিক বুঝতে পারি না। কেয়ার করে হয়তো…”।
