‘দ্য বেঙ্গল ফাইলস’-এর জন্য সৌরভের উপর চাপ এসেছে? জানালেন অভিনেতা
'দ্য বেঙ্গল ফাইলস' মুক্তি পাবে এই সপ্তাহে। তবে বাংলায় এই ছবি মুক্তি পাবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এই ছবির অংশ হওয়ার জন্য বিতর্কের মুখে পড়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং সৌরভ দাস। TV9 বাংলার সাক্ষাত্কারে, নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা।

‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তি পাবে এই সপ্তাহে। তবে বাংলায় এই ছবি মুক্তি পাবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এই ছবির অংশ হওয়ার জন্য বিতর্কের মুখে পড়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং সৌরভ দাস। TV9 বাংলার সাক্ষাত্কারে, নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা। সৌরভ বললেন, ”একটা জিনিস আমি বলতে চাই। একটা জিনিস নিয়ে কিছু বিতর্ক তৈরি হলেই অনেকে গা ঝাড়া দিতে চান। তবে আমার চরিত্রটা করার বিষয়টা এড়িয়ে যেতে চাই না। আমি এত খেটে চরিত্রটা করেছি, এখন কেন বলব, আমি চরিত্রটা জানতাম না? আমার চরিত্রটা আমি অবশ্যই জানতাম। তবে পুরো ছবিতে কী আছে, গল্পে আমার চরিত্রটা কীভাবে এসেছে সেটা জানতাম না। সেটা দেওয়া হয় না। আমার তিনদিনের চরিত্রের জন্য তো পুরো চিত্রনাট্য দেবে না। আমার চরিত্রটা প্রচণ্ড লোভনীয় লেগেছিল। আর আমি চরিত্রের লোভে থাকি। প্রচণ্ড স্ট্রং একটা চরিত্র।”
সৌরভের সমর্থনে যিশু সেনগুপ্ত বললেন, ”আমার মনে হয়, একজন অভিনেতা যদি একটা চরিত্র করেন, তার মানে সেই চরিত্রের আদর্শকে তিনি সমর্থন করবেনই, বলে আমার মনে হয় না। আমি ‘এক যে ছিল রাজা’ করেছি। তার মানে কি আমি সেই চরিত্রের পোশাক পরে ঘুরে বেড়াব? আমি তো সেটা নই। আমি প্যান্ট-শার্ট পরেই ঘুরে বেড়াচ্ছি। সৌরভের কাছে যে চরিত্র এসেছে, সেটা সত্যি লোভনীয়।”
এই চরিত্র করার জন্য সৌরভের উপর কি রাজনৈতিক চাপ আসতে পারে বলে মনে হয়? সৌরভ বললেন, তিনি এখনও সেরকম কিছু দেখেননি। যিশু যোগ করেন, ”আমার মনে হয় না বাংলার রাজনৈতিক দল এরকম যে ওঁকে চাপ দেবে। আমার মনে হয় না সেটা।” সৌরভ বলেন, ”আমার মনে হয় এটাকে শিল্প হিসাবে বিচার করা উচিত। দিনের শেষে আমরা অভিনতা। অভিনয় করে একটা চরিত্র ফুটিয়ে তুলি।”
