AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কমল সলমনের পারিশ্রমিক, এবার বিগ বস-এর জন্য কত কোটি পাচ্ছেন ভাইজান?

শোনা যাচ্ছে ১৫ সপ্তাহের জন্যে তিনি নিচ্ছেন ১৫০ কোটি টাকা! ফের মোটা অঙ্কের পারিশ্রমিক প্রসঙ্গে নাম লেখালেন সলমন। সূত্রের খবর, সলমন খান এবারের ১৫ সপ্তাহের সঞ্চালনার জন্য ১২০-১৫০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন।

কমল সলমনের পারিশ্রমিক, এবার বিগ বস-এর জন্য কত কোটি পাচ্ছেন ভাইজান?
| Edited By: | Updated on: Jul 23, 2025 | 5:04 PM
Share

সবচেয়ে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ১৯’ এর অপেক্ষায় এখন দর্শকেরা। আগামী ৩০ অগাস্ট থেকে শুরু হতে চলেছে বিগ বস। ইতিমধ্যেই তা নিয়ে চর্চা তুঙ্গে। চলতি বছর ‘বিগ বস’–এর ঘরে থাকছে বড়সড় পরিবর্তন। শো-এর প্রথম তিন মাস সঞ্চালনার দায়িত্বে থাকছেন সলমন খান, এরপর তাঁর জায়গায় আসবেন বলিউডের আরও তিন তারকা — ফারাহ খান, করণ জোহর ও অনিল কাপুর। প্রতিবারই এই শোয়ের সঞ্চালনা বাবদ সলমন খান কত কোটি পারিশ্রমিক নিচ্ছেন, তা চর্চার কেন্দ্রে জায়গা করে নেয়। এবারও তার ব্যতিক্রম ঘটল না।

শোনা যাচ্ছে ১৫ সপ্তাহের জন্যে তিনি নিচ্ছেন ১৫০ কোটি টাকা! ফের মোটা অঙ্কের পারিশ্রমিক প্রসঙ্গে নাম লেখালেন সলমন। সূত্রের খবর, সলমন খান এবারের ১৫ সপ্তাহের সঞ্চালনার জন্য ১২০-১৫০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। অর্থাৎ, প্রতি সপ্তাহে তাঁর রোজগার হবে আনুমানিক ৮-১০ কোটি টাকা। তুলনায় আগের সিজনগুলোয় সলমনের পারিশ্রমিক ছিল অনেক বেশি— বিগ বস ১৮-এর জন্য তিনি নিয়েছিলেন প্রায় ২৫০ কোটি এবং বিগ বস ১৭-এর জন্য প্রায় ২০০ কোটি টাকা। তবে সেই শুট ছিল পুরো টিভির দর্শকদের জন্যে। অন্যদিকে, বিগ বস ওটিটি ২-র জন্য তাঁর পারিশ্রমিক ছিল ৯৬ কোটি টাকা।

এবারের ওটিটি ও টিভি, দুই মিলিয়ে নতুন ফরম্যাট থাকায় সলমন খান আগের ওটিটি সিজনের তুলনায় আরও বেশি পারিশ্রমিক পাচ্ছেন। তবে এবার নাকি শো-এর প্রোডাকশন কিছুটা কম বাজেট রাখার চেষ্টা করছে। অর্থাৎ, আগের মতো বিশাল সেট ও জাঁকজমক না রেখে তুলনামূলকভাবে সামঞ্জস্য রেখে কম খরচে সবটা সাজানোর চেষ্টা চলছে।

এবার কারা থাকছেন বিগ বস-এর ঘরে, তা নিয়ে বহুদিন ধরেই জল্পনা ছিল তুঙ্গে। যদিও চূড়ান্ত তালিকা এখনও প্রকাশ হয়নি, তবে ইতিমধ্যেই গুঞ্জন ছড়িয়েছে যে এবারে শোয়ে অংশগ্রহণ করতে পারেন, প্রায় ২০ জন সেলিব্রিটি।

সম্ভাব্য তালিকায় নাম রয়েছে, গৌতমী কাপুর, গৌরব তানেজা, মিস্টার ফয়সু, ধনশ্রী বর্মা, ধীরজ ধূপার, আলিশা পানওয়ার, খুশি দুবে, অপূর্ব মুখিজা, পুরব ঝা, গৌরব খন্না, শ্রীরাম চন্দ্র, অর্শিফা খান এবং মিকি মেকওভার। তবে এখনও বিস্তারে চ্যানেলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।