হিন্দু মতে বিয়ে করেছিলেন জায়েদ খান! কোন সত্যি আনলেন সামনে?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Jan 04, 2025 | 6:51 PM

বিয়ের আগেই হয়েছিল বিয়ে! গোয়ার তাজ ভিলেজ নামক বিলাসবহুল হোটেলে লুকিয়ে বিয়ে করে নিয়েছিলেন ‘ম্যায় হু না’ ছবির লক্ষ্মণ ওরফে জায়েদ খান। পরিবারের অজান্তেই ঘটিয়ে ফেলেছিলেন এই কাজ। সাক্ষী বলতে জনা ত্রিশেক বন্ধু।

হিন্দু মতে বিয়ে করেছিলেন জায়েদ খান! কোন সত্যি আনলেন সামনে?

Follow Us

বিয়ের আগেই হয়েছিল বিয়ে! গোয়ার তাজ ভিলেজ নামক বিলাসবহুল হোটেলে লুকিয়ে বিয়ে করে নিয়েছিলেন ‘ম্যায় হু না’ ছবির লক্ষ্মণ ওরফে জায়েদ খান। পরিবারের অজান্তেই ঘটিয়ে ফেলেছিলেন এই কাজ। সাক্ষী বলতে জনা ত্রিশেক বন্ধু। হিন্দু রীতি মেনেই মালাইকার সিঁথিতে পরিয়ে দিয়েছিলেন সিঁদুর– এই প্রথম বার এক পডকাস্টে সেই গোপন বিয়ে মুখ খুললেন হৃতিকের প্রাক্তন শ্যালক তথা জায়েদ খান। জায়েদের কথায়, “এর আগে কোনওদিনও বলিনি এই কথা। আজ বলছি। বিয়ের তালিকায় ২০০০ জনের নাম ছিল। দেখে মনে হয়েছিল এটা বিয়ে নাকি সার্কাস?

আমরা দু’জন তক্ষুনি সিদ্ধান্ত নিয়ে ৩০ জন বন্ধুকে ফোন করি। বলি গোয়ার তাজ ভিলেজে পৌঁছে যেতে। কী কারণে সেটা অবশ্য বলিনি। শুধু বলি, তোমাদের জন্য এক বিশেষ সারপ্রাইজ অপেক্ষা করছে।” তিনি যোগ করেন, “মালাইকাই একজন পণ্ডিত জোগাড় করে। আমরা সাতপাকে ঘুরি। বিয়ের আগেই তাই গোয়াতে গিয়ে বিয়েটা সেরে ফেলি আমরা। আসলে বিয়ের দিন আমরা মজা করতে চেয়েছিলাম।”

মালাইকা পারেখ অভিনয় জগতের সঙ্গে যুক্ত নয়। তবে জায়েদ খানের সঙ্গে তাঁর দীর্ঘদিনের প্রেম। তাঁদের ধর্ম আলাদা। তবে জায়েদ জানিয়েছেন তা কখনওই ভালবাসার মাঝে বাধা হয়ে দাঁড়ায়নি। দুই ধর্মকে সম্মান করেই বাড়িতে সব ধরনের উৎসব পালিত হয় ধুমধাম করে। ২০০৫ সালে অফিসিয়ালি বিয়ে করেন তাঁরা। তাঁদের দুই সন্তান রয়েছে।

Next Article