ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিয়াসা রায়। সম্প্রতি সিরিয়াল শেষ হয়েছে তাঁর। এই মুহূর্তে খানিক ব্রেক নিচ্ছেন নায়িকা। এরই মধ্যে তাঁকে নিয়ে রটেছে এক গুঞ্জন। রটেছে, তিনি নাকি মা হতে চলেছেন। নেটিজেনদের প্রশ্ন, “বাবা কে?” কেন রটেছে এই রটনা? তাঁর দু’টি ধারাবাহিকের নায়ক নীল ভট্টাচার্যের সঙ্গে একটি রিলস ভিডিয়ো শেয়ার করেছেন তিয়াসা। পরেছিলেন সাদা রঙের পোশাক। নেটিজেনদের একটা বড় অংশের বক্তব্য। “ওই পোশাক থেকেই নাকি ফুটে উঠছে বেবিবাম্প”!
কিছু দিন আগে এক রিয়ালিটি শো-য়ে এসে তিয়াসা নিজেই জানিয়েছিলেন ২০২৫ সালে বিয়ে করবেন তিনি। প্রথম বার বিয়ে ভাঙার পর দ্বিতীয় বার শুরু করবেন নতুন জীবন। তবে নেটিজেনদের কটাক্ষ, “বিয়ের আগেই প্রেগন্যান্ট’? অভিনেত্রীকে নিয়ে এসেছে একগুচ্ছ কটু মন্তব্য। না, মোটেও অন্তঃসত্ত্বা হননি তিয়াসা। পোশাকের কারণে শরীরের মেদকেই ‘বেবিবাম্প’ হিসেবে ‘ভুল’ করেছেন অনেকেই।
কিছু দিন আগেই বিচ্ছেদ হয়েছে তিয়াসার। নায়ক-প্রযোজক সোহেলের সঙ্গে কিছু সময়ের জন্য সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। যদিও সেই সব এখন অতীত। অভিনেত্রী এখন কাজেই ফোকাস করতে চান। আর ২০২৫-এর বিয়ে? অভিনেত্রীর বক্তব্য, “আমি এমনিই বলেছিলাম ২০২৫-এর বিয়ে করে নেব। অক্টোবর বলেছিলাম কারণ, ওই সময় আবহাওয়াটা বেশ ভাল থাকে। খুব একটা গরমও নয়, আবার খুব বেশি ঠাণ্ডাও পড়ে না। সেটা নিয়ে যে আলোচনা হবে বুঝতে পারিনি।”আপাতত ধারাবাহিকেই ফোকাস থাকতে চান তিনি। কথাবার্তা চলছে, তবে এখনও কিছু ফাইনাল হয়নি বলেই জানিয়েছেন তিয়াসা।