Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বেলাইনে পথ চলার এক বছর…, কী বলছেন পরিচালক?

'বেলাইন'-এর পরে পরিচালক তৈরি করছেন 'মায়া সত্য ভ্রম'। এই মুহূর্তে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আগামী পথচলার জন্য কী মাথায় রাখছেন পরিচালক?

বেলাইনে পথ চলার এক বছর..., কী বলছেন পরিচালক?
Follow Us:
| Edited By: | Updated on: Mar 29, 2025 | 2:44 PM

বাংলা ছবির দুনিয়ায় পরিচালক শমীক রায়চৌধুরীকে নিয়ে চর্চা শুরু হয়েছে, তাঁর পরিচালিত ‘বেলাইন’ ছবিটা মুক্তি পাওয়ার পর। গত বছর ঠিক এই দিনে মুক্তি পেয়েছিল সেই ছবি। শমীক ছবি আর বিজ্ঞাপন দুনিয়ার সঙ্গে বহুদিন ধরে জড়িত। তবে এই ছবির জন্যই যে চর্চার কেন্দ্রে উঠে এসেছেন, সেটা বলা যায়। যেমন ক’ দিন আগে ফিল্মফেয়ার পুরস্কারে বেস্ট ডেবিউ ডিরেক্টরের পুরস্কার জিতেছেন। ‘বেলাইন’-এর এক বছর সম্পূর্ণ হওয়ার দিনে শমীক খোলসা করলেন, ‘এক বছর আগে ‘বেলাইন’-এর জন্ম হলেও, আমি গর্ভাবস্থায় ছিলাম ন’ বছর। আর প্রসব যন্ত্রণায় ছিলাম তিন বছর। তিন বছর ধরে ছবিটা তৈরি করেছি। আমার এই সময়ে পরিশ্রমের কোনও সীমা ছিল না। কিন্তু আমার সঙ্গে শতাধিক মানুষ ছিলেন যাঁদের সদিচ্ছা আর পরিশ্রমে এই লক্ষ্যপূরণ হয়েছে। পুরস্কার, মানুষের ভালোবাসা, মানুষের ভালোলাগা, ছবি নিয়ে সমালোচনা, বিভিন্ন ফেস্টিভ্যালে যাওয়া সব মিলিয়ে ‘বেলাইন’ থেকে আমরা পজিটিভ জিনিসই পেয়েছি। নেগেটিভ কিছু পাইনি।’

‘বেলাইন’-এর পরে পরিচালক তৈরি করছেন ‘মায়া সত্য ভ্রম’। এই মুহূর্তে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আগামী পথচলার জন্য কী মাথায় রাখছেন পরিচালক? শমীকের উত্তর, ‘এই দুটো ছবির ক্ষেত্রেই যেটা মাথায় রেখেছি, দর্শক যেন বোর না হন। সব ধরনের দর্শককে হয়তো আমি এন্টারটেন করতে পারব না। তবে আমার মতো দর্শক যাঁরা, আর তাঁদের কাছাকাছি কিছু মানুষ যেন ছবি দেখার সময়ে বোর না হন, সেটা আমার প্রথম লক্ষ্য ছিল। দ্বিতীয় লক্ষ্য হচ্ছে, যে গল্পটা বলছি, যে ভাবনাচিন্তা করেছি, তার প্রতি যেন সত্‍ থাকি। একটা ভালো ছবি তৈরি করার উদ্দেশ্যেই আমি এফর্ট দিচ্ছি। কাজে যেন ফাঁকি না দিই, সেই ব্যাপারে সতর্ক থাকি। এভাবেই দু’টো ছবি তৈরি করেছি। আগামী দিনেও একইভাবে ছবি তৈরি করে যেতে চাই। ভালো ছবি বানানোর জন্য ছবি তৈরি করে যেতে চাই।’

সম্প্রতি একটা ফোটোশুট করেছেন পরিচালক, ফটোগ্রাফার রণ দাসের সঙ্গে। সেই ছবিতেও ‘বেলাইন’-এর গন্ধ। লক্ষণীয়, বাংলা ছবির দুনিয়ায় কোনও পরিচালকের এমন ফোটোশুট সচরাচর নজরে আসে না। এক্ষেত্রেও ছকভাঙার সঙ্গে শমীকের সমাপতন।