ছবি তুলতে গিয়ে একী কাণ্ড! শেষে রাস্তায় নামতে বাধ্য হলেন জ্যাকি

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 26, 2024 | 5:42 PM

বলিতারকারা বাড়ির বাইরে বেরোনো মাত্রই শুরু হয়ে যায় পাপারাজ্জিদের ছবি তোলা। তাঁরা যেখানেই যান না কেন ঠিক আগে থেকে খবর চলে যায়। তাই বলি তারকাদের শহরে আসা, শহর ছাড়া, ব্রেকআপ, প্রেম গড়া কোনওটাই কারও চোখ এড়ায়না।

ছবি তুলতে গিয়ে একী কাণ্ড! শেষে রাস্তায় নামতে বাধ্য হলেন জ্যাকি

Follow Us

বলিতারকারা বাড়ির বাইরে বেরোনো মাত্রই শুরু হয়ে যায় পাপারাজ্জিদের ছবি তোলা। তাঁরা যেখানেই যান না কেন ঠিক আগে থেকে খবর চলে যায়। তাই বলি তারকাদের শহরে আসা, শহর ছাড়া, ব্রেকআপ, প্রেম গড়া কোনওটাই কারও চোখ এড়ায়না। তেমনই বলিউড অভিনেতা অভিনেত্রীরাও পাপারাজ্জিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করেন।

এমন অনেক ভিডিয়ো দেখা যায়। ভিড়ের ঠেলাঠেলিতে অনেক রকম দুর্ঘটনাও হয়। যেমন কিছু দিন আগে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে পাপারাজ্জিদের মধ্যে একজনের পায়ের জুতো খুলে গিয়েছে। আর নিজে হাতে নায়িকা আলিয়া ভাট সেই ব্যক্তির পায়ের জুতো নিজে হাতে তুলে দেন। আবারও এমনই এক ঘটনা ঘটল।

 

কী ঘটেছে? ক্রিসমাসের মরসুমে সবাই ছুটির মুডে। প্রত্যেকেই এই সময়টায় পার্টি মুডে চলে যান। বড়দিনে মুম্বইয়ের বিভিন্ন জায়াগায় ফ্রেমবন্দি হয়েছেন বলিপাড়ার নায়ক নায়িকারা। এর মধ্যেই ঘটল একটা ঘটনা। এমনই কোনও একটা অনুষ্ঠান থেকে বেরোচ্ছিলেন বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফ। গাড়িতে উঠছিলেন অভিনেতা। তখনই লক্ষ্য করেন ছবি তুলতে গিয়ে একজন পড়ে গিয়েছেন। তখনই সঙ্গে সঙ্গে সাহায্য করতে এগিয়ে যান অভিনেতা। তিনি বলেন,”একেবারে লাগেনি তো?” সেই ভিডিয়োই নিমেষে ভাইরাল। অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ সবাই।

Next Article
বন্ধ ঘরে গুলশনের সঙ্গে চুমুতে মগ্ন ক্যাটরিনা, অমিতাভ দরজা খুলতেই…
ক্রিসমাসে কত টাকা দামের ফ্রক পরেছিল রাহা কাপুর? শুনলে চমকে যাবেন