‘এটা আমার জন্য ক্ষতি’, বলিউডে কাজ পাওয়া নিয়ে এ কী বললেন জাহ্নবী

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Feb 22, 2024 | 8:11 PM

Janhvi Kapoor: জাহ্নবী কাপুর এখন বেশ কিছু বলিউড প্রজেক্টের সঙ্গে যুক্ত হচ্ছেন। যার মধ্যে একটি হল, ‘সানি সংস্কারি কি তুলসী কুমারি’। করণ জোহর মানেই যেন নেপোকিড। আবারও এই জল্পনাকে সত্যি প্রমাণ করে ছবির ঘোষণা করলেন কেজো।

এটা আমার জন্য ক্ষতি, বলিউডে কাজ পাওয়া নিয়ে এ কী বললেন জাহ্নবী

Follow Us

বলিউডে ডেবিউ করেছেন বেশ কিছু বছর হয়ে গেল। একের পর এক ছবি করেো যেন প্রথম সারি থেকে খানিকটা দূরেই থেকে যাচ্ছেন জাহ্নবী কাপুর। যদিও হাতে ছবির প্রস্তাবের অভাব নেই। একে শ্রীদেবীর কন্যা তার ওপর করণ জোহরের হাত ধরে তাঁর বিটাউনে অভিষেক। ফলে দুই মিলিয়ে কোথাও যেন বারে বারে তাঁকে কটাক্ষের শিকার হতে হচ্ছে। স্পষ্টই শুনতে হচ্ছে তিনি নাকি নেপোটিজ়মের জন্যই এতো প্রজেক্ট পাচ্ছেন। সেই নিয়েও চর্চা তুঙ্গে। বেশি কাজ পাওয়াও সমস্যার বলে জানান অভিনেত্রী। তাঁর কথায়, আমি কঠিন পরিশ্রম করতেই পছন্দ করি। আমি আমার লক্ষ্যে স্থির। দাপটের সঙ্গে নয়, আমার মায়ের ঐতিহ্য বজায় রেখেই কাজ করতে চাই। যখন সত্যি অনেক প্রজেক্ট একসঙ্গে পেয়ে যাই, তখন মনে হয়, এটা আমার জন্য ডিসঅ্যাডভান্টেজ, তাতে আমার ক্ষতি, এমনটাই জানান তিনি।

প্রসঙ্গত, জাহ্নবী কাপুর এখন বেশ কিছু বলিউড প্রজেক্টের সঙ্গে যুক্ত হচ্ছেন। যার মধ্যে একটি হল, ‘সানি সংস্কারি কি তুলসী কুমারি’। করণ জোহর মানেই যেন নেপোকিড। আবারও এই জল্পনাকে সত্যি প্রমাণ করে ছবির ঘোষণা করলেন কেজো। আসছে ‘সানি সংস্কারি কি তুলসী কুমারি’। যেখানে মুখ্যভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুরকে। ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ এবং ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’র পর এবার পালা সানির। খবর প্রকাশ্যে আসেই উৎসাহী ভক্তরা। পাশাপাশি রাম চরণের সঙ্গে জাহ্নবীর ছবি করার খবরও সামনে আসতে দেখা যাচ্ছে। বনি কাপুর নিজেই সেই খবর প্রকাশ্যে এনেছেন।

Next Article