‘ঐশ্বর্যর মতো…’, ডিভোর্স জল্পনার মাঝে বৌমার প্রশংসায় পঞ্চমুখ জয়া!

TV9 Bangla Digital | Edited By: উত্‍সা হাজরা

Nov 13, 2024 | 10:58 AM

মুম্বইয়ে কান পাতলেই শোনা যাচ্ছে সংসার ভাঙছে ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের। শোনা যায়, শাশুড়ি মা জয়া বচ্চনের সঙ্গে মোটেই বনিবনা হয় না ঐশ্বর্যর। এই বিতর্কের মাঝেই ভাইরাল জয়ার একটি সাক্ষাত্‍কার। যেখানে তিনি বৌমা ঐশ্বর্যর প্রশংসায় পঞ্চমুখ।

ঐশ্বর্যর মতো..., ডিভোর্স জল্পনার মাঝে বৌমার প্রশংসায় পঞ্চমুখ জয়া!

Follow Us

মুম্বইয়ে কান পাতলেই শোনা যাচ্ছে সংসার ভাঙছে ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের। শোনা যায়, শাশুড়ি মা জয়া বচ্চনের সঙ্গে মোটেই বনিবনা হয় না ঐশ্বর্যর। এই বিতর্কের মাঝেই ভাইরাল জয়ার একটি সাক্ষাত্‍কার। যেখানে তিনি বৌমা ঐশ্বর্যর প্রশংসায় পঞ্চমুখ। আরাধ্যা জন্মানোর পর থেকে একা হাতে একরত্তি মেয়ে এবং কাজ দুটো যেভাবে সামলেছেন নায়িকা তাই সত্যিই মুগ্ধ নায়িকার শাশুড়ি।

মেয়ে হওয়ার পর কোনও ন্যানি রাখেননি ঐশ্বর্য। আরাধ্যার যাবতীয় সব কাজ নিজে হাতে করতে তিনি। সেই সঙ্গে নিজের পেশাকেও যে গুরুত্ব দিতেন না এমনটা একেবারেই নয়। সমান তালে নিজের কাজও সামলাতেন। তাই তো অনেক ছোট বয়স থেকেই আরাধ্যাকে নিয়ে দেশে বিদেশে কাজের জন্য যান তিনি। ঐশ্বর্যর এই গুণেই মুগ্ধ তাঁর শাশুড়ি মা। বলেন , ” ওর মতো মা হয় না। ঐশ্বর্য ওজন বৃদ্ধি পাওয়া নিয়ে অনেকে অনেক কথা শুনিয়েছেন। কিন্তু ও যে ভাবে মেয়ে এবং নিজের কাজ দুই সামলাছে তা প্রশংসনীয়।”

উল্লেখ্য, নিমরত কৌরের জন্যই নাকি সংসার ভাঙছে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের। আলোচনা তুঙ্গে। আরব সাগর পারে কান পাতলেই শোনা যাচ্ছে বচ্চন পরিবারের ভাঙনের কথা। মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে আলাদা হয়েছেন বচ্চন বৌমা। তবে বাইরে এত আলোচনা,সমালোচনার পরেও মুখে কুলুপ পরিবারের সবার। কেউ কোনও কথা বলতেই রাজি নন। এদিকে ঐশ্বর্যকে নানা ধরনের অনুষ্ঠানে দেখছেন সবাই। অভিষেককে দেখা গিয়েছে বিমানবন্দরের বাইরে। তবে আদৌ তাঁদের আইনি বিচ্ছেদ হচ্ছে কিনা সে কথা কেউ খোলসা করেননি। বরং শোনা যাচ্ছে তাঁরা নাকি ‘গ্রে ডিভোর্স’-এর পথে এগিয়েছেন।

Next Article