‘ঐশ্বর্য বউমা নয়…’, পরিবারের কোন সত্যি সামনে আনলেন জয়া?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Jan 12, 2025 | 7:52 PM

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, অভিষেক বচ্চনের সঙ্গে নাকি ঐশ্বর্য রাই বচ্চনের বিয়ে নাকি ভাঙছে। তবে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি ঐশ্বর্য বা বচ্চন পরিবারের কেউ। এরই মধ্যেই নেটপাড়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো।

ঐশ্বর্য বউমা নয়..., পরিবারের কোন সত্যি সামনে আনলেন জয়া?

Follow Us

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, অভিষেক বচ্চনের সঙ্গে নাকি ঐশ্বর্য রাই বচ্চনের বিয়ে নাকি ভাঙছে। তবে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি ঐশ্বর্য বা বচ্চন পরিবারের কেউ। এরই মধ্যেই নেটপাড়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। যেখানে জয়া বচ্চনের মন্তব্য নিয়ে চলছে বিস্তর আলোচনা। তিনি বলেন, অমিতাভ বচ্চন কখনওই ঐশ্বর্যকে বউমা হিসেবে দেখেননি। জয়ার এই মন্তব্য নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। যদিও এই ভিডিয়ো থেকে অন্য মানে বার করার কোনও মানে নেই। কারণ ভিডিয়ো দেখে পুরো বিষয়টাই স্পষ্ট হয়ে গিয়েছে।

‘কফি উইথ করণ’ শো-এ এসে জয়া বচ্চন এই বিষয়ে মুখ খুলেছিলেন। তিনি জানান, শ্বেতার ছোটবেলায় বিয়ে হয়েছিল এবং মেয়ে হওয়ায় অমিতাভ বচ্চন তাঁকে খুব আদর করতেন। শ্বেতার বিয়ের পর বাড়ি একেবারে শূন্য হয়ে গিয়েছিল, এবং অমিতাভ তার অভাব অনুভব করছিলেন। জয়া বলেন, “২০০৭ সালের ২০ এপ্রিল, অভিষেক ও ঐশ্বর্যর বিয়ে হয়। ও আমাদের বাড়িতে আসার পরেই পুরো পরিবেশটাই বদলে যায়। শ্বেতার অভাব অনেকটাই পূরণ করে ঐশ্বর্য। অমিতাভ কখনোই ঐশ্বর্যকে বউমা হিসেবে দেখেননি। তাঁর কাছে শ্বেতা যেমন ঐশ্বর্যও ঠিক তেমনই।”

শোনা যাচ্ছে, অনেক দিন হল নিমরত এবং অভিষেক সম্পর্কে জড়িয়েছেন। তাঁদের গোপন সম্পর্কের কথা নাকি ঐশ্বর্যর কানে যেতেই অভিনেত্রী বাড়ি ছেড়েছেন মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে। এই বিতর্কে নাম জড়িয়েছিল বিগ বি অর্থাত্‍ অমিতাভ বচ্চনেরও। শোনা গিয়েছিল, ছেলে অভিষেকের এই বিবাহবহির্ভূত সম্পর্ককে মেনে নিয়েছেন বিগবি। অন্তত বিগ বি’র কথা শুনে নাকি এমনটাই আন্দাজ করেছেন অনেকে। কিন্তু আচমকা কেন এমনটা মনে হল সবার? শোনা যাচ্ছে, নিমরতকে নাকি উপহার পাঠিয়েছিলেন অমিতাভ। তবে সেই সব আলোচনাই নস্যাত্‍ করে দিয়েছে আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে একসঙ্গে অভিষেক, অমিতাভ এবং ঐশ্বর্যর উপস্থিতি।

Next Article