AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শ্রীদেবীকে নিয়ে এতদিন পর মুখ খুললেন জয়াপ্রদা! কী বললেন তিনি?

শ্রীদেবী ও জয়া প্রদার মধ্যে এক সময় ঠান্ডা যুদ্ধ ছিল, অন্তত সেই সময়ের বিভিন্ন খবরের কাগজে তেমনই উল্লেখ থাকত। তবে এই দুই সুন্দরী অভিনেত্রী যখন একসঙ্গে বহু সিনেমায় কাজ করেছেন। প্রতিটি ছবি সুপার হিট। পর্দায় দেখে বোঝাই যেতনা তাঁদের মধ্যে কোন সমস্যা রয়েছে।

শ্রীদেবীকে নিয়ে এতদিন পর মুখ খুললেন জয়াপ্রদা! কী বললেন তিনি?
| Updated on: Jun 13, 2025 | 3:58 PM
Share

শ্রীদেবী ও জয়াপ্রদা বলিউডে এমন একজুটি যারা বহু হিট ছবি উপহার দিয়েছিলেন দর্শকদের। তাঁদের বেশির ভাগ সময়ে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন বড় পর্দায়। তবে যে সময়ে এই দুই তারকা কাজ করেছে, সেই সময়ে জোর গুঞ্জন ছিল এরা একে অপরের সঙ্গে সম্পর্ক ভাল ছিলনা। যদিও তাঁদের সর্ব সমক্ষে কখনও ঝগড়া করতে দেখেনি কেউ। আজ শ্রীদেবী এই পৃথিবীতে নেই , তবে জাতীয়স্তরের একটি পডকাস্টে এসে অভিনেত্রী জয়াপ্রদা মুখ খুললেন শ্রীদেবী ও তাঁর মধ্যেকার সম্পর্ক নিয়ে। কী সত্য সামনে আনলেন জয়াপ্রদা?

জয়াপ্রদা তাঁদের সম্পর্কের কথা বলতে গিয়ে খব দুঃখ করে বললেন, ” আমি শ্রীকে মিস করি। আমি আমাদের নিয়ে যে রিউমার ছিল , সে নিয়ে বিশেষ কিছুই বলতে চাইনা। কারণ এখন আর এই পৃথিবীতে নেই শ্রীদেবী। তবে একথা বলতে পারি আমাদের কোনদিন ঝগড়া হয়নি, কিছু একটা প্রফেশনাল রাইভেলারি ছিল তবে ওর কোন ক্ষতি হোক বা দুঃখ পাক আমি কোনদিন চাইনি। আমরা একসঙ্গে বহু কাজ করেছি, আমাদের স্ক্রিনে দেখে মনে হত আমরা একই মায়ের মেয়ে। সব ছবি আমাদের হিট ছিল। তবে সমস্যা হল আমরা যখনই সামনে আসতাম, আমাদের পরিচয় করতে হত। আমি জয়াপ্রদা বলতাম দুজনেই নমস্কার করে কাজ শুরু করতাম। তবে পরবর্তী সময়ে আমাদের মধ্যে খুব ভাল সম্পর্ক হয়। আমার ভাইপোর বিয়েতে শ্রীদেবী এসেছিলেন পুরো পরিবার নিয়ে, সেখান থেকেই সম্পর্ক খুব ভাল হয়ে যায়, আমরা এক হয়ে যাই বলা যেতে পারে, ওর মায়ের মৃত্যুর পর আমি ওর বাড়িতেও গিয়েছি। আমাদের মধ্যে যত না সমস্যা ছিল তার,থেকে বেশি রিউমার ছিল। আজ আর নেই শ্রীদেবী। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির সব থেকে বড় স্টার ছিলেন শ্রীদেবী।”

তিনি আরও যোগ করেন, “ওর চলে যাওয়া মেনে নিতে পারিনি। ভোর সারে পাঁচটা নাগাদ আমি খবর পাই, তখন বিশ্বাস করতে পারিনি। আমি ফোনে হাত দিতে পারছিলাম না। ভগবানকে ডাকছিলাম এই খবর যেন মিথ্যে হয়। তবে ইন্ডাস্ট্রির অনেকে যখন খবর দিল যে শ্রী আর নেই  খুব কষ্ট পেয়েছি। আমি একা হয়ে গেলাম। ও আমাকে একা করে দিয়ে চলে গেল। মিস করি ওকে।