সাত সকালে লালবাজারে জীতু কমল, কী ঘটল?
এই মুহূর্তে জীতু কামালকে ঘিরেও দর্শকদের উন্মাদনা চোখে পড়ার মতো। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গেই জীতুকে দেখা যাচ্ছে 'গৃহপ্রবেশ' ছবিতে। সেই ছবি হিট হয়েছে। পাশাপাশি 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে জীতু আর্য সিংহ রায়ের চরিত্রে অভিনয় করছেন। সেখানে দিতিপ্রিয়া রায়ের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। জীতুর অনুরাগীরা তাঁর আগামী ছবির ঘোষণার অপেক্ষায় রয়েছেন।

সাত সকালে লালবাজারে জীতু কমল। তিনি কেন পৌঁছে গেলেন পুলিশ কমিশনারের কাছে? কোনও জটিলতা হলো কি? খোঁজ নিয়ে জানা গেল, গোয়েন্দা জীতু কমল এসেছেন পুলিশ কমিশনারের কাছে টিপস নিতে! কিন্তু জীতু কবে গোয়েন্দা হলেন? আসলে ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’ ছবিতে জীতু একটা গোয়েন্দা চরিত্র করেছিলেন। তার এক বছর পূর্ণ হলো।
সেই ছবির যে গল্প, তা দীপ প্রকাশন থেকে গল্পের আকারে প্রকাশিত হলো। তাই ছবির ডাক্তার, যে গোয়েন্দাগিরি করে রহস্য সমাধান করেছিলেন, জীতু এই বই নিজে হাতে তুলে দিলেন পুলিশ কমিশনারের মনোজ কুমার বর্মার হাতে। লালবাজারে পুলিশ কমিশনারের হাতে এই বই প্রকাশ অনুষ্ঠান ঘটে। উপস্থিত ছিলেন ডিসিপি অলোক সান্যাল। দীপ প্রকাশনের কর্ণধার দীপ্তাংশু মণ্ডল আর পরিচালক দুলাল দে। দুলাল দে যে ফ্র্যাঞ্চাইজি গড়ে তুলেছেন, তা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ আছে। অনেকেই প্রশ্ন করেন, কবে এর দ্বিতীয় ভাগ আসবে। TV9 বাংলাকে পরিচালক জানালেন, সেই পরিকল্পনা চলছে।

এই মুহূর্তে জীতু কমলকে ঘিরেও দর্শকদের উন্মাদনা চোখে পড়ার মতো। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গেই জীতুকে দেখা যাচ্ছে ‘গৃহপ্রবেশ’ ছবিতে। সেই ছবি হিট হয়েছে। পাশাপাশি ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে জীতু আর্য সিংহ রায়ের চরিত্রে অভিনয় করছেন। সেখানে দিতিপ্রিয়া রায়ের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। জীতুর অনুরাগীরা তাঁর আগামী ছবির ঘোষণার অপেক্ষায় রয়েছেন। সেই নিরিখে পরিচালক দুলাল দে যদি অরণ্য চরিত্রটিকে আবার বড়পর্দায় ফিরিয়ে আনেন, তা হলে অনেকেই খুশি হবেন।
