দলবদলের রাজনীতি, আর রংবদলের খেলার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় অকপট অভিনেতা জিতু কামাল। প্রকাশ্যেই জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি তাঁর ভালবাসার কথা। পাশাপাশি এই পোস্টের পর ‘কাজের ক্ষতি’ হওয়ার আশঙ্কাও ব্যক্ত করলেন জিতু।
সোমবার ফেসবুকে নিজের প্রোফাইল থেকে একটি পোস্ট করেন জিতু। বুদ্ধদেব ভট্টাচার্যের একটি পুরনো ছবি শেয়ার করে তিনি লেখেন, “আপনাকে ভালোবাসি স্যার.. আপনি বাম রাজনীতি করেন শুধু তাই জন্যে নয়.. আপনি সততার, সত্যের, নিষ্ঠার আরেক নাম..আপনি “বুদ্ধদেব ভট্টাচার্য”।”
এখানেই থামেননি অভিনেতা। তিনি আরও লেখেন, “এই পোস্টের জন্যেও, আমার কাজের ক্ষতি হবে, সংসার চালাতে ব্যাঘাত ঘটানো হবে, প্রচুর কমপ্লেইন পড়বে, তবুও আমি রাজনীতির উর্দ্ধে গিয়ে সত্যের কথা বলবোই, বাকি দুবেলা পেট নাহয় ঈশ্বরই চালিয়ে দেবেন, যদি সত্যের পথে থাকতে পারি।” যদিও কে বা কারা কাজের ক্ষতি করবেন সে বিষয়ে সরাসরি কিছু লেখেননি জিতু। জিতুর ওই পোস্টে কমেন্ট করেছেন বলিপাড়ার আর এক অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়। ছবিতে ‘লাভ’ সাইন দিয়ে মুষ্টিবদ্ধ হাতের ছবি পোস্ট করেছেন মৈনাক।
এ বারের বিধানসভা নির্বাচনে টলিউড যখন ভাগ হয়ে গিয়েছে, বিভিন্ন দল থেকে টিকিট দেওয়া হয়েছে টলিপাড়ার তারকাদের তখন জিতু কামালও নিজের রাজনৈতিক মতামত শেয়ার করলেন ফেসবুকের মাধ্যমে। এর ফলে সত্যিই কি তাঁর পেশাগত জীবনে প্রভাব পড়বে? তা অবশ্য বলবে সময়।