রানি-কাজলের ঘনিষ্ঠ ভিডিয়ো প্রকাশ্যে আসতেই খোঁজ পড়ল শাহরুখের

Viral Video: সম্পর্কে তাঁরা তুতো বোন। মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো ধূমধাম করে সেলিব্রিট করেন তাঁরা। পুজোর সমস্ত ভার তাঁদের কাঁধে। আবারও শুরু হয়ে গিয়েছে পুজোর মরশুম। ব্যস্ততাও তুঙ্গে।

রানি-কাজলের ঘনিষ্ঠ ভিডিয়ো প্রকাশ্যে আসতেই খোঁজ পড়ল শাহরুখের
Follow Us:
| Updated on: Oct 04, 2024 | 7:37 PM

রানি মুখোপাধ্যায়, কাজল, শাহরুখ খান। এই তিন নাম একটা ছবিতে থাকা মানেই নস্ট্যালজিয়া। কুছ কুছ হোতা হ্যায় ছবির আমেজ আজও যেন তরতাজা। ছবির গল্প থেকে গান, সবটাই এক কথায় হিট। তবে এই তিন জুটিকে একসঙ্গে পর্দায় আর দেখা যায়নি পরবর্তীতে। তবে থেকেই চলছে খোঁজ। ভক্তদের দাবি, একটা ছবি যেন তাঁদের নিয়ে তৈরি করা হয়। এর মাঝে কেটে গিয়েছে অনেকটা সময়। কেটে গিয়েছে অনেকটা পথ। তবে আজও কাজল-রানির সম্পর্ক বেশ মজবুত। সম্পর্কে তাঁরা তুতো বোন। মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো ধূমধাম করে সেলিব্রিট করেন তাঁরা। পুজোর সমস্ত ভার তাঁদের কাঁধে। আবারও শুরু হয়ে গিয়েছে পুজোর মরশুম। ব্যস্ততাও তুঙ্গে।

এমনই সময় ভাইরাল রানি ও কাজলের ভিডিয়ো। পুজোয় মণ্ডপে দুই বোন। বলিউডে যাঁরা দাপটের সঙ্গে কাজ করে চলেছেন। প্রথম সারিতে থাকা এই অভিনেত্রীদের দেখা মাত্রই খোঁজ পড়ল শাহরুখ খানের। দুজন দুজনে জড়িয়ে দিলেন পোজ, খোশমেজাজে ধরা দিলেন তাঁরা। সেই ভিডিয়ো পলকে ভাইরাল। তবে পর্দর টিনা ও অঞ্জলীকে দেখে অনেকেই প্রশ্ন করলেন, কোথায় রাহুল? অর্থাৎ এই ফ্রেমে একজনেরই অভাব। তিনি হলেন শাহরুখ খান। তবে এই ভিডিয়ো ভাইরাল হতে দেখা যায় রানির বাড়ির পুজোর মণ্ডপ থেকে।

বর্তমানে মু্ম্বইয়ে হওয়া পুজোগুলোর মধ্যে অন্যতম চর্চিত পুজো রানির বাড়ির পুজো। যা নিয়ে ভক্তদের মনে উত্তেজনার পারদ বরাবরই থাকে তুঙ্গে। সেলিব্রিটিদের ঢল নামে এই পুজো মণ্ডপে। মুম্বইয়ের প্রতিটা সেলিব্রিটি প্রায় এই এই পুজোতে আসেন। দর্শন করেন।