কাজল, বলিউডের অন্যতম অভিনেত্রী। টানা তিন দশক ধরে পর্দায় রাজত্ব করছেন তিনি। সন্তান হওয়ার পর বেশ কিছু বছর অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলেও আবারও কামব্যাক করেছেন তিনি। ওয়েব সিরিজে ডেবিউও করেছেন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন বলিউড। এবার ফিরছেন ‘দো-পাত্তি’ সিরিজে। নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে এই সিরিজ। তারই প্রচারে এসে এবার এ কী ঘটল কাজলের সঙ্গে? একই মঞ্চে দাঁড়িয়ে কৃতি স্যাননের বেশ কিছুক্ষণ এই নতুন প্রজেক্ট নিয়ে কথা বলতেও দেখা গেল তাঁকে। কৃতির সঙ্গে এটা তাঁর দ্বিতীয় কাজ। সবটাই চলছিল ঠিকঠাক। হঠাৎই কানে হাত দিয়ে সরে দাঁড়ালেন তিনি। তাঁর আচরণে স্পষ্ট হয়ে গেল, যে কানের দুলের কারণে তিনি যন্ত্রণা অনুভব করছেন। বেশ কয়েকবার কানের পাতা ধরে তা ঠিক করার চেষ্টাও করলেন কাজল। তারপর কানটা চেপে ধরতেও দেখা যায় তাঁকে।
অনুষ্ঠানে উপস্থিত থাকা পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়ল সেই মুহূর্ত। যা ছড়িয়ে পড়তেই সকলের চোখে কাজলের অস্বস্তি স্পষ্ট। পোশাকের কারণে বহু অভিনেত্রীকেই অস্বস্তিতে পড়তে হয়। তবে এবার অলঙ্কারের জন্য সমস্যা মুখে পড়তে হল কাজলকে। যদিও কিছুক্ষণের মধ্যেই সবটা সামলে বলে পড়তে দেখা গেল তাঁকে আড্ডায়। কেরিয়ার থেকে শুরু করে কৃতির সঙ্গে কাজ, সব বিষয়ই এদিন কথা প্রসঙ্গে ছুঁয়ে গেলেন তিনি।
কৃতির প্রশংসাও করলেন এদিন কাজল। দিলওয়ালে ছবির সেটে প্রথম তিনি কৃতির সঙ্গে কাজ করেছেন। তারপর থেকে আজ, কৃতির কেরিয়ার গ্রাফের তারিফ করতে পিছপা হলেন না কাজল। পাশাপাশি কৃতিও কাজলের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করে নিলেন। সিনিয়র তিনি ঠিকই, তবে কাদল অনেক বেশি সহজ করেদেন সহকর্মীদের কাজ, ঠিক-ভুল প্রসঙ্গে ছোট ছোট টিপসও দিয়ে থাকেন। ফলে কৃতির কাছে কাজলের সঙ্গে কাজ মানেই একটা গ্রুমিং পর্ব। এবারও কাজের ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি বলেই দাবি করলেন কৃতি। সিরিজ নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ২৫ অক্টোবর।