‘ভারতে প্রতি ২ মিনিটে একটি ধর্ষণ হচ্ছে’, উৎসবে ফেরার পক্ষে রিয়া-রাইমা কী বললেন?

Bhaswati Ghosh | Edited By: জয়িতা চন্দ্র

Oct 14, 2024 | 2:19 PM

Durga Puja: এবার প্রথম কলকাতায় থাকলেন রিয়া সেন। তাই বোনের সঙ্গে সিঁদুর খেলায় প্রথমবার সামিল হলেন রাইমা। TV9 বাংলাকে জানালেন এবারের পুজো নিয়ে তাঁদের কী মত। 

ভারতে প্রতি ২ মিনিটে একটি ধর্ষণ হচ্ছে, উৎসবে ফেরার পক্ষে রিয়া-রাইমা কী বললেন?

Follow Us

রিয়া সেন ও রাইমা সেন। টলিউড থেকে বলিউড কাঁপাচ্ছেন সিনেপাড়ার এই দুই বোন। দুর্গাপুজোয় সাধারণত থাকা হয় কলকাতার বাইরে। এবার প্রথম কলকাতায় থাকলেন রিয়া সেন। তাই বোনের সঙ্গে সিঁদুর খেলায় প্রথমবার সামিল হলেন রাইমা। TV9 বাংলাকে জানালেন এবারের পুজো নিয়ে তাঁদের কী মত।

রাইমা সেনের কথায়, ‘আমি প্রথবার সিঁদুর খেলায় অংশ নিলাম, তাও আবার রিয়ার সঙ্গে। ও সাধারণত পুজোতে কলকাতায় থাকে না। কিন্তু এবার ও আছে। সিঁদুর খেলা বাঙালিদের কাছে দোল উৎসের মতই বলে আমার মনে হয়।’ পাশে বসে থাকা রিয়ার দিদির সুরে সুর মিলিয়ে বললেন, ‘আমি সত্যি প্রথমবার সিঁদুর খেলতে এসেছি। দেখা যাক, আমি খুব উত্তেজিত। ‘

তবে এবার পুজো খানিকটা আলাদা। গোটা রাজ্যবাসীর কাছে এ এক যন্ত্রণার মুহূর্ত। তবে সত্যি কি উৎস থেকে মুখ ফিরিয়ে নেওয়া গেল? আর আরজি কর প্রসঙ্গ উঠতেই রাইমা বললেন, ‘নিশ্চয়ই এই পুজোটা অন্যরকমের। পুজোর আয়োজন কিছুটা ছোট হয়েছে। তবে আমি মনে করি পুজো কেন্দ্র করে অনেকের জীবনযাপন নির্ভর করে। ফলে উৎসবে না থাকাটাও কোথাও গিয়ে অন্যায়। তার মানে আমি এটা বলছি না আরজি কর কাণ্ডকে এড়িয়ে চলুন। পুজো সকলের জন্য, কিছু মানুষের উপার্জন জড়িয়ে থাকে এর সঙ্গে। ফলে আমাদের অংশ নেওয়া উচিত।’

বিষয়টা শুনে মোটেও এড়িয়ে গেলেন না রিযা। তাঁর মতে, ‘দুর্গাপুজো অনেক মানুষের রোজগারের পথ। শিল্পী থেকে শুরু করে বিভিন্ন শিল্প। কলকাতার অর্থনৈতিক ব্যবস্থার জন্য এটা ভাল। ভারতে তো প্রতি দুই মিনিটে একটা ধর্ষণ হচ্ছে। ফলে গোটা রাজ্য কিংবা গোটা দেশকে আমরা থামিয়ে দিতে পারি না আমাদের এগিয়ে যেতে হবে। আশা রাখতে হবে, এটা যাতে দ্বিতীয়বার না ঘটে। ফলে সেই লড়াইকে সাপোর্ট করতে হবে।’

Next Article