‘এটা আমাদের কর্তব্য’, দশমীতে কোন কথা মনে করিয়ে দিলেন কোয়েল মল্লিক?

Oct 14, 2024 | 1:46 PM

Koel Mallick: এবারের পুজোটা তাই মল্লিক পরিবারের কাছে বেশ আলাদা। তবে কোয়েলের জীবনে রয়েছে এক বিশেষ সুখবর। কোয়েল দ্বিতীয়বার মা হতে চলেছেন। বাড়ির পুজো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ব্যস্ততা রয়েছে ছেলে কবীরকে নিয়েও।

এটা আমাদের কর্তব্য, দশমীতে কোন কথা মনে করিয়ে দিলেন কোয়েল মল্লিক?

Follow Us

কোয়েল মল্লিকের বাড়ির পুজো মানেই সকলের কাছে আলাদাই আমেজ। আর মল্লিক পরিবারের কাছে মহা উৎসব। চলতি বছর ১০০-তে পা এই পুজোর। পরিকল্পনা ছিল বহু। তবে সবটাই শেষ বেলায় বাতিলের তালিকায় পাঠিয়ে দেন তাঁরা। কারণ তিলোত্তমা। এবারের পুজোটা তাই মল্লিক পরিবারের কাছে বেশ আলাদা। তবে কোয়েলের জীবনে রয়েছে এক বিশেষ সুখবর। কোয়েল দ্বিতীয়বার মা হতে চলেছেন। বাড়ির পুজো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ব্যস্ততা রয়েছে ছেলে কবীরকে নিয়েও।

দুর্গা পুজো তাঁর কাছে এক আলাদাই আবেগ। পুজো মানেই হুল্লোর। একবার নিজেই বলেছিলেন, ‘চারিদিকে আলো, সুন্দর প্যান্ডেল, আড্ডা, মজা, ভুরিভোজ…। আড্ডা বলতে মনে পড়ল আমাদের বাড়িতে যেহেতু পুজো হয়, দালানে বসে রাত জেগে আড্ডা। উপোস করে অঞ্জলি, সন্ধ্যারতি দেওয়া। ঘুমনো মানে হচ্ছে টাইম ওয়েস্ট। যেটা আমি আগেও অনেকবার বলেছি। ঘুম তো থাকবেই সারা বছর। কোনও না কোনও সময় হয়েই যাবে। কিন্তু এই চার-পাঁচদিন ঘুম মানেই সময় নষ্ট। সবাই খুব আনন্দ করুন। মন প্রাণ দিয়ে মাকে ডাকুন। শারদীয়ার শুভেচ্ছা এবং ভালবাসা সকলকে।’

তবে এবার খানিকটা ফিকে ছিল সেই পুজোর রঙ। সবটাই খুব প্রথা মেনে ঘরোয়াভাবেউই সারে মল্লিক পরিবার। দশমীরদিন সিঁদুর খেলে তিনি বললেন, ‘ শুভ বিজয়া জানাচ্ছি সকলকে। বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। আজ মন খারাপের দিন যদিও কিন্তু নিজেদের শুধু সান্ত্বনা দেওয়া যে আসছে বছর আবার হবে। ভালো থাকবেন সকলে, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। সুস্থ থাকবেন। মানসিক সুস্থতা কামনা করি প্রত্যেকের। ভাল থাকবেন, সকলকে ভাল রাখবেন। এটা আমাদের কর্তব্য।’

Next Article