এটাই বিয়ের পর তাঁদের প্রথম পুজো। সে ভাবে কোনও কিছু পরিকল্পনা করা ছিল না। কিন্তু সময় বার করে যে বেরোবেন এমনটা জানিয়েছিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। কয়েক মাস হল তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে সংসার পেতেছেন শ্রীময়ী। তবে পঞ্চমী থেকেই তাঁদের পুজো শুরু হয়ে গিয়েছে। দুদিন আগে সুন্দর সেজেগুজে ছবিও পোস্ট করেছিলেন অভিনেত্রী। তেমনই ষষ্ঠীর রাতেও হাতে হাত ধরে দেখা গিয়েছিল নবদম্পতিকে। এদিন হলুদ রঙের একটি পোশাকে সেজেছিলেন শ্রীময়ী। অন্য দিকে কাঞ্চনের পরনে ছিল শার্ট এবং জিন্স। হাতে হাত ধরে উত্তর কলকাতার প্রায় সব ঠাকুর দেখে ফেললেন তাঁরা। অন্তত অভিনেত্রীর ফেসবুক স্টোরি সে কথাই বলছে। বন্ধু, পরিবার এবং কাঞ্চনের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তিনি। যা দেখে বোঝা যাচ্ছে বিয়ের পর প্রথম পুজো পরতে পরতে উপভোগ করছেন শ্রীময়ী এবং কাঞ্চন। দুজনের মুখেই একগাল হাসি।
তাই সমানতালে দশমীটাও কাটালেন তাঁরা বেশ আনন্দেই। সিঁদুর খেলে ছবি শেয়ার করলেন শ্রীময়ী ও কাঞ্চন। লাল পাড় সাদা শাড়িতে এদিন সেজেছিলেন শ্রীময়ী চট্টোরাজ। সাদা পাঞ্জাবীতে কাঞ্চন মল্লিক। গালে সিঁদুর মেখে কাঞ্চনের সঙ্গে দিলেন পোজ। মাতৃপ্রতিমাকে করে নিলেন বরণ। সকলের নজর কাড়লেন তিনি।
উল্লেখ্য, পুজোটা এবার বেশ ভালই কাটল জুটির। এই উৎসবের মাঝেই দারুণ একটা উপহার পয়েছেন অভিনেতা কাঞ্চন। যা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা নিজেই। বলিউডের হাই বাজেট ছবি ‘ভুলভুলাইয়া ৩’-তে দেখা যাবে তাঁকে। নিজের মুখেই তা জানালেন কাঞ্চন। শুধু কি তাই, একইসঙ্গে শেয়ার করে নিলেন প্রতিক্রিয়াও।