জয়া বচ্চনের নাকি সবসময়ই মেজাজ থাকে সপ্তমে। পাপারাৎজি ছবি তুলতে এলে রেগে যান, ছবি তোলার জন্য পোজ দিতে অনুরোধ করলেও তাঁর নাপসন্দ। সেই জয়া বচ্চনকে দিয়েই কাজল করালেন এমন এক কাজ, যা দেখে নেটিজেনদের চক্ষু চড়কগাছ। একবাক্যে তাঁরা বলছেন, ‘সত্যি! কাজলের এলেম আছে।’ একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োটি বছর দুয়েক আগের। কাজল-রানির পরিবারে যে ধুমধাম করে দুর্গাপুজো হয় সে খবর তো অনেকেই জানেন। বি-টাউনের নামজাদা তারকাদেরও দেখা যায় সেই পুজোয়। পরিবারসহ হাজির ছিলেন জয়া বচ্চন। তখন করোনাকাল, স্বাভাবিক ভাবেই জয়া বচ্চনের মুখে মাস্ক। গ্রুপ ফটো নেওয়ার সময় ছবিশিকারিরা জয়াকে অনুরোধ করেন মাস্ক খোলার জন্য, কিন্তু জয়া কি শোনার পাত্রী, উড়িয়ে দেন সব আবদার!
ওদিকে কাজলও যে ছাড়ার পাত্রী নন, একেবারে ‘কুছ কুছু হোতা হ্যায়’-এর অঞ্জলির মেজাজে জয়াকে উদ্দেশ্য করে তাঁকে বলতে শোনা যায়, ‘মাস্ক খুলতেই হবে, খুলতেই হবে মাস্ক’। ব্যস! কাজলের আবদার ফেলতে পারেননি জয়া। বাধ্য মেয়ের মতোই মাস্ক খুলে একগাল হেসে পোজ দিতে দেখা যায় তাঁকে। যদিও চার-পাঁচটি ছবি তোলার পরেই বিরক্তি বোধ করেন জয়া। সটান জবাব দেন, ‘অনেক হয়েছে আর নয়।’
এই মুহূর্তে চর্চায় বচ্চন পরিবার। তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে চলছে নানা আলোচনা। লাইমলাইটে অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের বৈবাহিক সম্পর্ক। শোনা যাচ্ছে, কিছুই নাকি ঠিক নেই তাঁদের মধ্যে। এও শোনা যাচ্ছে অফিসিয়ালি বিচ্ছেদ না হলেও মেয়েকে নিয়ে নাকি মায়ের কাছে আলাদা থাকছেন বিশ্বসুন্দরী। যদিও এই ব্যাপারে মুখে কুলুপ এঁটেছে বচ্চন পরিবার। আর সেই কারণেই যত দিন যাচ্ছে বিচ্ছেদের গুঞ্জন হচ্ছে তত জোরালো।