শুভশ্রী বর্ধমানের লুচি! রাজের সামনে নায়িকাকে কী বললেন শিবপ্রসাদ?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Oct 04, 2024 | 10:22 PM

চলতি বছরের দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'বহুরূপী'। চুটিয়ে ছবির প্রচার চালাচ্ছেন পরিচালক। এই ছবিতে অবশ্য শিবপ্রসাদ অভিনয়ও করেছেন। অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে জুটিতে দেখা যাবে তাঁকে। ছবির নাম যেমন। তেমনই বহুরূপী সাজে ধরা দিচ্ছেন শিবপ্রসাদ।

শুভশ্রী  বর্ধমানের লুচি!  রাজের সামনে নায়িকাকে কী বললেন শিবপ্রসাদ?

Follow Us

চলতি বছরের দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘বহুরূপী’। চুটিয়ে ছবির প্রচার চালাচ্ছেন পরিচালক। এই ছবিতে অবশ্য শিবপ্রসাদ অভিনয়ও করেছেন। অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে জুটিতে দেখা যাবে তাঁকে। ছবির নাম যেমন। তেমনই বহুরূপী সাজে ধরা দিচ্ছেন শিবপ্রসাদ।

কিছু দিন আগে দেখা গিয়েছিল অভিনেতা জিত্‍ হাজির হয়েছিলেন উইন্ডোজ প্রোডাকশনে। এবার ছবির প্রচারের জন্য পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বাড়িতে পৌঁছলেন শিবপ্রসাদ। বহুরূরপী সেজে গিয়েছিলেন তিনি। সেখানে তাঁকে দেখে তো অবাক রাজ-শুভশ্রীর ছেলে। সে কখনও এমন বহুরূপী দেখেনি আগে। ফলে খুদে ইউভান আরও বেশি উত্তেজিত হয়ে পড়ে। বহুরূপীর গানের তালে নেচে উঠলেন রাজ। তাঁদের সঙ্গে দেদার মজাও করলেন শিবপ্রসাদ।

 

এর মাঝে বহুরূপী শিবপ্রসাদ বলে উঠলেন, “আবার বিয়ে দেব।” সেই সঙ্গে পরিচালক বললেন, “বর্ধমানের লুচি আছে তার সঙ্গেই বিয়ে দেব।” যদিও শিবপ্রসাদের এই কথায় রাজ-শুভশ্রীর অনুরাগীদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। এ আসলে ‘বহুরূপী’ সিনেমারই গানের কথা। যা ননীচোরা দাস বাউল এবং অনিন্দ্য বসু মিলে লিখেছেন। আসলে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সিনেমা যেমন আলাদা, তেমনই বৈচিত্রময় তাঁদের প্রচারের ধরন। এবারে ননীচোরা দাস বাউলকে সঙ্গে নিয়ে ‘বহুরূপী’র সাজে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন শিবপ্রসাদ। এর আগে তিনি নায়ক-প্রযোজক জিতের বাড়িতে হাজির হয়েছিলেন। সেখানে বিস্তর মজা হয়েছে।

Next Article