কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় আসছে রাসবিহারী শৈলুষিক নাট্যদলের নতুন নাটক ‘বিশ্বাসঘাতক’। বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার জীবনের চড়াই-উৎরাই ও তৎকালীন সময়ের কথা বলবে এই নাটক। শনিবার প্রকাশ্যে আসে নাটকের পোস্টার। সেখানে সিরাজের চরিত্রে অভিনয় করেছেন পদ্মনাভ দাশগুপ্ত। আগামী ২৪ জানুয়ারি অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে দুপুর আড়াইটেতে প্রথম মঞ্চস্থ হবে ‘বিশ্বাসঘাতক’।
আনলক পর্বে কেন্দ্র থেকে অনুমতি আসে, নন-প্রসেনিয়াম ও প্রসেনিয়াম মঞ্চগুলিতে স্বাস্থ্যবিধি মেনে পারফর্ম করতে পারবেন শিল্পীরা। তার আগে দীর্ঘ সাত মাস বন্ধ ছিল নাটকের বিভিন্ন পারফরম্যান্স। যদিও হাত গুটিয়ে বসে না থেকে ডিজিট্যালে দুধের স্বাদ ঘোলে মিটিয়েছেন অনেকে। আর অনুমতি মিলতেই নতুনভাবে গা ঝাড়া দিয়েছেন শিল্পীরা। কমলেশ্বর মুখোপাধ্যায়ও রয়েছেন সেই তালিকায়। লন্ডনে ‘অনুসন্ধান’ ছবির শুটিং সেরে ফিরেছেন। ছবির কাজের সঙ্গেই মন দিয়েছেন নাটকের কাজেও। এর জন্য সিরাজউদ্দৌলার জীবন ও তৎকালীন সময়কেই বেছে নিয়েছেন তিনি।
‘বিশ্বাসঘাতক’ বলতে একা মীরজাফরকেই কি দায়ি করা যায়? এই প্রশ্ন যেমন উঠে আসবে নাটকে, তেমনই উঠে আসবে সেই সময়ের নানা প্রতিচ্ছবি। ইতিহাস বলে, একদল মানুষ শাসনতন্ত্রে থাকেন এবং ব্যবসায়ীরা টাকার জোরে তাঁদের গদি থেকে সরিয়ে দেন। নাটকে সিরাজের চরিত্রে অভিনয় করছেন পদ্মনাভ দাশগুপ্ত। নাটক প্রসঙ্গে তিনি TV9 বাংলাকে বলেন, “সিরাজউদ্দৌলার মতো একজন মানুষকে দুশ্চরিত্র বলে আখ্যা দেওয়া হয়েছে বহু জায়গায়। ভিতর থেকে দেখতে গেলে বোঝা যাবে, পুরোটাই একটা সাংঘাতিক রাজনীতির চক্র ছিল। যে রাজনীতি সিরাজের মতো একজন যোদ্ধা উপলব্ধি করতে পারেননি। এই গল্পটাই তুলে ধরা হবে।”
তবে সিরাজউদ্দৌলাকে কেন্দ্র করে এর আগেও বহু নাটক, সিনেমা হয়েছে। এই নাটককে কীভাবে সেগুলির থেকে আলাদা করা যাবে? উত্তরে পদ্মনাভ বলেন, “গিরিশচন্দ্র ঘোষ থেকে শুরু করে শচীন্দ্রনাথ সেনগুপ্ত, সিরাজকে নিয়ে যে যে কাজ হয়েছে, তাতে শুরু থেকেই তাঁকে দেশপ্রেমিক হিসেবে দেখানো হয়েছে। তবে একজন অ্যালকোহলিক শাহজাদা থেকে কীভাবে তিনি দেশের জন্যে লড়াই শুরু করলেন, সেটাই ঐতিহাসিকভাবে আমরা তুলে ধরব এই নাটকে।”
আরও পড়ুন:শিলাজিতের ১২ সেকেণ্ডের ‘দুঃস্বপ্নে’ শ্রীলেখা মিত্র!
নাটকটি ২৪ জানুয়ারি প্রথম মঞ্চস্থ হবে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে। প্যান্ডেমিকের আগে ‘প্লে হাউজ’ নাটকটি পরিচালনা করেছেন কমলেশ্বর। বেশ কয়েকটি শো হয়েছে নাটকের। সেখানেও মুখ্যচরিত্রে দেখা গিয়েছিল পদ্মনাভকেই। ‘বিশ্বাসঘাতক’কে পদ্মনাভ ছাড়াও অভিনয় করছেন নবকুমার বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেখা যাবে মীরজাফরের চরিত্রে।