৬ মার্চের আগেই বিয়ে কাঞ্চন-শ্রীময়ীর! কেন হঠাৎ এগিয়ে এল তারিখ?

কাঞ্চনের এটি তৃতীয় বিয়ে হলেও শ্রীময়ীর প্রথম। শ্রীময়ী বয়স ২৬, বিয়ে নিয়ে রয়েছেন নানা স্বপ্নও। এ প্রসঙ্গে এর আগে কাঞ্চন বলেছিলেন, "একজন ২৬ বছরের মেয়ের বিয়ে নিয়ে যা যা শখ ইচ্ছে থাকে তাই করবে ও।"

৬ মার্চের আগেই বিয়ে কাঞ্চন-শ্রীময়ীর! কেন হঠাৎ এগিয়ে এল তারিখ?
কেন হঠাৎ এগিয়ে এল তারিখ?
Follow Us:
| Edited By: | Updated on: Mar 02, 2024 | 7:00 PM

শ্রীময়ী চট্টরাজ নিজেই বলেছিলেন ৬ মার্চ আনুষ্ঠানিক বিয়েটা সেরে ফেলছেন তিনি ও কাঞ্চন মল্লিক। তবে বিগত বেশ কিছু দিন ধরেই ফেসবুক জুড়ে শ্রীময়ীর আইবুড়ো ভাত খাওয়ার ছবি দেখে নেটিজেনদের মনে জেগেছিল নানা প্রশ্ন… ‘এত আগে থেকে কেন’? কেন এত আগে থেকে তা ফাঁস হয়ে গেল শনিবারই। না আর দেরি নয়, ৬ মার্চ মোটেই নয়। আজ অর্থাৎ ২ মার্চই বিয়ে সারছেন ওঁরা। দুপুরেই হয়ে গিয়েছে গায়ে হলুদ। শুভ কাজেও আর দেরি নেই। কেন এগিয়ে এল বিয়ের তারিখ?

ঠিক ছিল সবই। এগিয়ে আসেনি। ২ মার্চই আদপে বিয়ে হওয়ার কথা ছিল তাঁদের। তবে তা একান্তভাবেই আড়াল রাখতে চেয়েছিলেন ওঁরা। ৬ মার্চ হবে আরও এক অনুষ্ঠান। ওই দিনই রিসেপশন। যেখানে হাজির থাকবেন টলিপাড়ার পরিচিতরা। বিয়ের জন্য বেশিদিন হাতে সময় পাননি শ্রীময়ী। কম সময়ের মধ্যেই সব কিছু সেরে ফেলেছেন তিনি। রয়েছেন একটু আশঙ্কাতেও। তবে আশা রাখছেন, সব মিটবে ভালভাবেই।

এ দিন দুপুরেই একই সঙ্গে গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে দু’জনে। কাঞ্চনের এটি তৃতীয় বিয়ে হলেও শ্রীময়ীর প্রথম। শ্রীময়ী বয়স ২৬, বিয়ে নিয়ে রয়েছেন নানা স্বপ্নও। এ প্রসঙ্গে এর আগে কাঞ্চন বলেছিলেন, “একজন ২৬ বছরের মেয়ের বিয়ে নিয়ে যা যা শখ ইচ্ছে থাকে তাই করবে ও।” সেই মতোই একে একে হচ্ছে সব। আইবুড়ো ভাত থেকে শুরু করে গায়ে হলুদ, মেহেন্দি– বিয়ের কোনও উপাচারই বাদ দিচ্ছেন না ওঁরা।