অবশেষে নীরবতা ভাঙলেন কাঞ্চন, নতুন বউকে জড়িয়ে বললেন…

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 19, 2024 | 9:13 PM

Tollywood Gossip: প্রেমদিবসেই বিয়ে করেছেন কাঞ্চন ও শ্রীময়ী। কাউকে কিচ্ছুটি জানতে দেননি তাঁরা। তাঁদের সম্পর্ক নিয়ে কম আলোচনা হয়নি। বয়সের ফারাক নিয়েও হয়েছে আলোচনা। শ্রীময়ীর দাবি, টলিউডের অন্দরের অনেক বর্ষীয়ান অভিনেতাও তাঁদের সম্পর্ককে ভাঙার আপ্রাণ চেষ্টা করেছিলেন।

অবশেষে নীরবতা ভাঙলেন কাঞ্চন, নতুন বউকে জড়িয়ে বললেন...
'হ্যাঁ' বলতেই বিয়ে সারলেন ওঁরা

Follow Us

বিয়ে করেছেন, কাউকে বলেননি। এমনকি বিয়ের খবর সামনে আসার পর থেকেই ক্রমাগত এড়িয়ে গিয়েছেন ফোন। সংবাদমাধ্যম যোগাযোগের চেষ্টা করলেও পাননি উত্তরপাড়ার বিধায়ক। অবশেষে বিয়ের ছয় দিনের মাথাতেই নীরবতা ভাঙলেন কাঞ্চন। তুই জীবন— বলেই ফেললেন অকপটে। স্ত্রীর সঙ্গে এক রোম্যান্টিক ভিডিয়ো পোস্ট করতেও দেখা গেল তাঁকে। ক্যাপশনও বেশ রোম্যান্টিক। তাতে লেখা, “খুব ভালবাসি তোকে, এভাবেই ভালবাসা দিয়ে চিরটাকাল আগলে রাখিস আমায়।”

প্রেমদিবসেই বিয়ে করেছেন কাঞ্চন ও শ্রীময়ী। কাউকে কিচ্ছুটি জানতে দেননি তাঁরা। তাঁদের সম্পর্ক নিয়ে কম আলোচনা হয়নি। বয়সের ফারাক নিয়েও হয়েছে আলোচনা। শ্রীময়ীর দাবি, টলিউডের অন্দরের অনেক বর্ষীয়ান অভিনেতাও তাঁদের সম্পর্ককে ভাঙার আপ্রাণ চেষ্টা করেছিলেন। টিভিনাইন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বলছিলেন, “আগে কোনও সাক্ষাৎকারে বলিনি, নাম শুনলে চমকে যাবেন, এমন অনেক বর্ষীয়ান অভিনেতা আছেন যারা আমাকে ফোন করে এক কথা বলেছে, আর কাঞ্চনকে ফোন করে আরেক কথা।” বন্ধ করে কেঁদেছেন শ্রীময়ী। সেই কথা মনে করেই হয়তো খানিক থামলেন শ্রীময়ী। বললেন, “আমাদের শুধু চকচকে রূপটাই বিক্রি হয়। ভিতরের ইমোশনগুলো কেউ দেখে না। ভাবে আমাদের বোধহয় পরিবার নেই। আছে তো, খারাপ লাগাগুলোও আছে।” তবে সেই খারাপ লাগাগুলো বাদ দিয়ে জীবনে এগিয়ে যেতে চান তিনি। কাঞ্চনের সঙ্গে কাটাতে চান বাকি দিনগুলোও।

 

Next Article