‘বিয়ের আগেই এত সময় কাটিয়েছি…’, বেবি নেওয়ার প্ল্যানিং নিয়ে মুখ খুললেন শ্রীময়ী

Bhaswati Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 28, 2024 | 8:19 AM

Kanchan Mullick: সন্তান নেওয়ার প্ল্যানিং করলেন কীভাবে শ্রীময়ী? উত্তর দিতে গিয়ে কাঞ্চন বলেন, "বিয়ের পর ও বলেছিল আমি মা হতে চাই। আই ওয়ান্ট টু বি মাদার। আমি বললাম এত তাড়াতাড়ি মা হতে চাইছিস কেন?

বিয়ের আগেই এত সময় কাটিয়েছি..., বেবি নেওয়ার প্ল্যানিং নিয়ে মুখ খুললেন শ্রীময়ী
কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: বয়স সাতাশ। এই বয়সেই মেয়ের মা হয়েছেন শ্রীময়ী চট্টোরাজ। যে সময় ক্যারিয়ারে সফলতার মধ্য গগনে রয়েছেন, সেই সময় দাঁড়িয়ে এই মা হওয়ার সিদ্ধান্ত কীভাবে নিলেন তিনি? সেই নিয়েই টিভি ৯ বাংলায় খোলাখুলি আড্ডা দিলেন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক ও তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টোরাজ।

সন্তান নেওয়ার প্ল্যানিং করলেন কীভাবে শ্রীময়ী? উত্তর দিতে গিয়ে কাঞ্চন বলেন, “বিয়ের পর ও বলেছিল আমি মা হতে চাই। আই ওয়ান্ট টু বি মাদার। আমি বললাম এত তাড়াতাড়ি মা হতে চাইছিস কেন? সবটা ভেবে নে।” শ্রীময়ী বলেন, “আমি ও কাঞ্চন দুজনই বাচ্চা ভালবাসি। তাই দেরি করতে চাইনি। আর একজন নারী তখনই পরিপূর্ণতা পায় যখন সে মা হয়।” তাঁর কথায়, কাঞ্চন এবং তিনি একে অপরের সঙ্গে বিয়ের আগে এতটা সময় কাটিয়েছেন যে আলাদা করে প্ল্যানিং করার প্রয়োজন পড়েনি।

শ্রীময়ী আরও বলেন, “ইউএসজি যখন করতে যাই তখন দেখি একটা ডট। সেই সময় কাঞ্চন বম্বে ছিল। আমি ছবি তুলে পাঠাই। আমি এখনও অবাক হয়ে যাই যখন ইউএসজি রিপোর্ট দেখি। একটা ডট থেকে হাত-পা-মাথা সব সৃষ্টি হল। একটা মা জানেন সন্তানের জন্ম দেওয়া কতটা কষ্টের।”

Next Article