প্রস্থেটিক্স-এর মাপ দিলেন কন্ট্রোভার্শিয়াল কঙ্গনা, শিখছেন মারপিট

শুভঙ্কর চক্রবর্তী |

Jan 18, 2021 | 3:59 PM

কঙ্গনার ছবির ঘোষণার পরে একটি টিজার ভিডিও পোস্টও করেন। সে ভিডিওতে কঙ্গনার অবতার কিন্তু দেখবার মতো

Follow Us

কঙ্গনা রানাওয়াত এখন ভীষণ ব্যস্ত। না না টুইট কিংবা রিটুইট করতে নন। তিনি তাঁর আসন্ন ছবি ‘ধক্কড়’ নিয়ে ব্যস্ত। সবে মাত্র জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’ র শুটিং শেষ করেছেন। তারপর এক মুহূর্ত সময় নেননি অভিনেত্রী। ‘ধক্কড়’-এর মতো ধুমধাড়াক্কা ছবির অনুশীলনে ব্যস্ত হয়ে পড়েছেন Kangana Ranaut। সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করলেন কিছু ছবিও। দেখা যাচ্ছে প্রস্থেটিক মেকআপের জন্য নিজের মুখের মাপ দিচ্ছেন তিনি। ছবির ক্যাপাশানে ধক্কড় সম্পর্কিত বেশ কিছু তথ্যও দিয়েছেন তিনি।

 

আরও পড়ুন ডান দিক থেকে বাঁ দিকে ধেয়ে আসছে ‘ওয়ান্ডার ওম্যান’! ২৭০ ডিগ্রিতে দেখুন ফিল্ম

 

 

কঙ্গনা লেখেন, “আজ প্রস্থেটিক্সের জন্য মুখের মাপ দিলাম। ‘ধক্কড়’-এর শুটিং শুরু হবে জানুয়ারির শুরুর দিকে।  ভারতীয় ছবিতে এক নতুন যুগের উত্থান হতে চলেছে। প্রথম মহিলা গুপ্তচর, এবং অ্যাকশন থ্রিলার ফ্রাঞ্চাইজি শুরু হতে চলেছে। আময়া সুযোগ দেওয়ার জন্য টিমকে ধন্যবাদ জানাই।”

 

 

 

কিছুদিন আগে কঙ্গনা এক ভিডিও শেয়ার করেন। ভিডিওতে কঙ্গনা অ্যাকশন সিকোয়েন্সের অনুশীলন করছিলেন। তাঁকে সঙ্গ দিচ্ছিলেন আন্তর্জাতিক স্টান্ট পারফর্মার স্টুয়ার্ট জে উইলিয়ামসন। কঙ্গনা লেখেন “মানালিতে সারাদিন ধরে স্টুয়ার্টের সঙ্গে ধরে ‘ধক্কড়’-এর অ্যাকশন রিহার্সাল চলছে। আমি ‘জয়া মা’র রাজনৈতিক জগতকে তাড়াতাড়ি পিছনে ফেলে এসেছি এবং এজেন্ট অগ্নির জগতে ঘুষি এবং লাথির সঙ্গে প্রবেশ করেছি। হাড়গোড় ভেঙে, চোখের মণি খুবলে নেওয়া আমার সবচেয়ে পছন্দের জিনিস।”

 

 

কঙ্গনার ছবির ঘোষণার পরে একটি টিজার ভিডিও পোস্টও করেন। সে ভিডিওতে কঙ্গনার অবতার কিন্তু দেখবার মতো। দর্শকের মনগ্রাহী হয়ে ওঠার জন্য কঙ্গনা যে তাঁর অভিনয় দক্ষতার সেরা দিক তুলে ধরার প্রচেষ্টা চালাচ্ছেন, তা ‘ধক্কড়’ টিজার প্রমাণ করেছিল।

কঙ্গনা রানাওয়াত এখন ভীষণ ব্যস্ত। না না টুইট কিংবা রিটুইট করতে নন। তিনি তাঁর আসন্ন ছবি ‘ধক্কড়’ নিয়ে ব্যস্ত। সবে মাত্র জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’ র শুটিং শেষ করেছেন। তারপর এক মুহূর্ত সময় নেননি অভিনেত্রী। ‘ধক্কড়’-এর মতো ধুমধাড়াক্কা ছবির অনুশীলনে ব্যস্ত হয়ে পড়েছেন Kangana Ranaut। সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করলেন কিছু ছবিও। দেখা যাচ্ছে প্রস্থেটিক মেকআপের জন্য নিজের মুখের মাপ দিচ্ছেন তিনি। ছবির ক্যাপাশানে ধক্কড় সম্পর্কিত বেশ কিছু তথ্যও দিয়েছেন তিনি।

 

আরও পড়ুন ডান দিক থেকে বাঁ দিকে ধেয়ে আসছে ‘ওয়ান্ডার ওম্যান’! ২৭০ ডিগ্রিতে দেখুন ফিল্ম

 

 

কঙ্গনা লেখেন, “আজ প্রস্থেটিক্সের জন্য মুখের মাপ দিলাম। ‘ধক্কড়’-এর শুটিং শুরু হবে জানুয়ারির শুরুর দিকে।  ভারতীয় ছবিতে এক নতুন যুগের উত্থান হতে চলেছে। প্রথম মহিলা গুপ্তচর, এবং অ্যাকশন থ্রিলার ফ্রাঞ্চাইজি শুরু হতে চলেছে। আময়া সুযোগ দেওয়ার জন্য টিমকে ধন্যবাদ জানাই।”

 

 

 

কিছুদিন আগে কঙ্গনা এক ভিডিও শেয়ার করেন। ভিডিওতে কঙ্গনা অ্যাকশন সিকোয়েন্সের অনুশীলন করছিলেন। তাঁকে সঙ্গ দিচ্ছিলেন আন্তর্জাতিক স্টান্ট পারফর্মার স্টুয়ার্ট জে উইলিয়ামসন। কঙ্গনা লেখেন “মানালিতে সারাদিন ধরে স্টুয়ার্টের সঙ্গে ধরে ‘ধক্কড়’-এর অ্যাকশন রিহার্সাল চলছে। আমি ‘জয়া মা’র রাজনৈতিক জগতকে তাড়াতাড়ি পিছনে ফেলে এসেছি এবং এজেন্ট অগ্নির জগতে ঘুষি এবং লাথির সঙ্গে প্রবেশ করেছি। হাড়গোড় ভেঙে, চোখের মণি খুবলে নেওয়া আমার সবচেয়ে পছন্দের জিনিস।”

 

 

কঙ্গনার ছবির ঘোষণার পরে একটি টিজার ভিডিও পোস্টও করেন। সে ভিডিওতে কঙ্গনার অবতার কিন্তু দেখবার মতো। দর্শকের মনগ্রাহী হয়ে ওঠার জন্য কঙ্গনা যে তাঁর অভিনয় দক্ষতার সেরা দিক তুলে ধরার প্রচেষ্টা চালাচ্ছেন, তা ‘ধক্কড়’ টিজার প্রমাণ করেছিল।

Next Article